অ্যাপশহর

দলবদল থেকে টালিগঞ্জ কাণ্ড, তৃণমূলকে এক যোগে আক্রমণ বাম-কংগ্রেসের

বুধবার বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠকে তৃণমূল থেকে একের পর এক নেতা-নেত্রীরা যে ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিয়েই সমালোচনায় সরব হন কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান ও সিপিআই-এম বিধায়র সুজন চক্রবর্তী।

EiSamay.Com 14 Aug 2019, 5:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান করে অবশেষে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, জোড়া ফুল ছেড়ে পদ্মফুলে এক সময়ে তৃণমূল নেত্রীর ভালো ছেলে শোভন চট্টোপাধ্যায়। যার জেরে রাজ্য-রাজনীতিতে নতুন করে কংগ্রেস ও বামেদের সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস। বুধবার বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠকে তৃণমূল থেকে একের পর এক নেতা-নেত্রীরা যে ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন, তা নিয়েই সমালোচনায় সরব হন কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান ও সিপিআই-এম বিধায়র সুজন চক্রবর্তী।
EiSamay.Com congress and left partys attacks TMC


এদিন আব্দুল মান্নান ভোভন চট্টোপাধ্যায়ের দল বদলের প্রসঙ্গে বলেন,তৃণমূল থেকে যারা আজ বিজেপিতে যাচ্ছে তাঁরা 'A' টিম থেকে 'B' টিমে যাচ্ছেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আদরের ছোট ভাইরা কেন বিজেপিতে যাচ্ছেন? আর কতজন ঘনিষ্ঠ রাজ্যসভা সাংসদ, বিধায়ক, এই ভাবে লাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী সবাইকে জানান।

এই একই ইস্যুতে এদিন বাম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, সকালে তৃণমূল, বিকেলে বিজেপি। যিনি মুখ্যমন্ত্রীর পর তৃণমূলে ২ নম্বর ছিলেন তিনি বিজেপির ঘর আলো করে আছেন। যিনি ঘনিষ্ঠ ছাত্র নেতা ছিলেন তিনি বিজেপিতে। যিনি সব থেকে কাছের পুলিশ অফিসার ছিলেন তিনি বিজেপিতে। ত্রিপুরায় এই ভাবে তৃণমূল বিজেপিতে পরিনত হয়েছে।

শুধু শোভন-বৌশাখী, দেবশ্রীর দল বদলের প্রসঙ্গেই নয়, টালিগঞ্জ থানায় ঘটা পুলিশ আক্রন্তের বিষয়েও এদিন বিধানসভার সাংবাদিক বৈঠকে সরব হন আব্দুল মান্নান। এদিন মান্নান বলেন, টালিগঞ্জ থানায় ঘটনায় যে ভাবে সরকারের দুই মন্ত্রী প্রতিক্রিয়া দিচ্ছেন ও একে অপরকে পরোক্ষে আক্রমণ করছেন সেখানে সরকারের ছন্নছাড়া অবস্থা প্রকট। সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে বেলও এদিন দাবি করেন মান্নান। মুখ্যমন্ত্রী যে দিন ভবানীপুর থানা থেকে সমাদবিরোধী ছাড়িয়েছেন সেই দিন থেকে এই অবস্থা তৈরি হয়েছে। মান্নান বলেন, বিধানসভায় আসন্ন অধিবেশনে মুখ্যমন্ত্রীকে টালিগঞ্জ নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল