অ্যাপশহর

'পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন?' মানবাধিকার কমিশনকে 'বাধা'র ঘটনায় প্রশ্ন ক্ষুব্ধ হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসার মামলায় প্রবল ক্ষুব্ধ আদালত... রাজ্যে post poll violence ঘটনার তদন্তে আসা মানবাধিকার কমিশনের সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ আদালতের...

EiSamay.Com 2 Jul 2021, 12:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের অবস্থানে অখুশি কলকাতা হাইকোর্ট। যাদবপুরে মানবাধিকার কমিশনকে বাধার অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ আদালতের প্রশ্ন, কেন ওই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না? রাজ্যের কাছে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নাম চাইল হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পেয়ে একগুচ্ছ কড়া নির্দেশ পাঁচ বিচারপতির বেঞ্চের। জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মানবাধিকার কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন। মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে যত অভিযোগ আছে সব FIR হিসেবে নথিভুক্তের নির্দেশ বিচারপতিদের। একইসঙ্গে যারা আক্রান্ত হয়েছেন, তাদের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। অন্যদিকে, কেন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে রুল ইস্যু করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে যাদবপুর কাণ্ডে ডিসি রশিদ মুনির খানকে শোকজ করা হয়েছে।
EiSamay.Com calcutta-high-court-jpg-bccl


ভোট পরবর্তী হিংসার অভিযোগে আদালতে দায়ের ১১টি জনস্বার্থ মামলার একসঙ্গে চলছে শুনানি। সেই মামলায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। একইসঙ্গে যাদের Ration Card ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের কার্ড ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রেশন পরিষেবা ঠিক মতো পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে রাজ্যেকে। এদিনের শুনানিতে নির্দেশ আদালতের। এছাড়া কলকাতায় সেনা হাসপাতাল থেকে বেলেঘাটার বাসিন্দা মৃত BJP কর্মী অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট । পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত যাবতীয় নথি রাজ্যের মুখ্য সচিবকে সংরক্ষণ করতে হবে। কমিশনের মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়ল কলকাতা হাইকোর্ট।

রাজ্যে পরিদর্শনে এসে হামলার শিকার হন National Human Rights Commission-এর প্রতিনিধিরা। অভিযোগ, মঙ্গলবার যাদবপুরে কমিশনের প্রতিনিধিদের লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। সংবাদ সংস্থাকে আতিফ রসিদ নামে এক প্রতিনিধি বলেন, 'যাদবপুর এলাকায় ভোট পরবর্তী অবস্থা পরিদর্শন চলছিল। এলাকার প্রায় ৪০টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। পরিদর্শন চলাকালীনই আমাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল