অ্যাপশহর

অপেক্ষা ৩টে পর্যন্ত, দিতে হবে বাড়তি দামও! আজ থেকে খুলল মদের দোকান

বর্ধিত লকডাউনে রাজ্যের কোথায় কী ধরনের গতিবিধিতে ছাড় দেওয়া হবে, তা স্থির করতে সোমবার বৈঠকে বসছে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনার পরই ছাড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

EiSamay.Com 4 May 2020, 3:55 pm

হাইলাইটস

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী গ্রিন, অরেঞ্জ ও রেড- সব জোনেই খোলা যাবে 'স্ট্যান্ড অ্যালোন' মদের দোকান।
  • শুধু কনটেন্টমেন্ট জোনে এই ছাড় বলবৎ নয়।
  • শপিং মলে যে মদের দোকান রয়েছে, তাও খোলা চলবে না।
সকাল থেকেই ভিড় মদের দোকানে, লাঠি হাতে রয়েছে পুলিশও
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় ৪০ দিন পর আজ মদের দোকান খুলছে দেশের অধিকাংশ রাজ্যে। সোমবার থেকে এ রাজ্যেও মদের দোকান খুললেও তা দুপুর ৩টের পর খুলবে বলে জানা গেছে। নবান্ন সূত্রে জানা গেছে, সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নতুন নির্দেশ জানানো হয়েছে। ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান খুললেও, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব সংক্রান্ত নির্দেশিকা। একইসঙ্গে মনে রাখতে হবে, লকডাউন চলাকালীন মদের উপর বাড়তি ৩০% কর চাপিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ, সোমবার থেকে মদ কিনতে গেলে, অতিরিক্ত দাম গুনতে হবে রাজ্যবাসীকে।
একইসঙ্গে মনে রাখতে হবে, 'অফ শপ'গুলিতে মদ বিক্রির জন্য খোলা থাকলেও, বন্ধ থাকছে বসে পান করার বার বা রেস্তোরাঁ। অর্থাৎ দোকানে গিয়ে মদ কিনে বাড়ি ফিরে আসতে হবে। এছাড়াও মদ কিনতে গিয়ে যাতে পারস্পরিক দূরত্বের নিয়ম ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে।

আরও পড়ুন: বাংলার রেড জোনেও খুলছে মদের দোকান!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী গ্রিন, অরেঞ্জ ও রেড- সব জোনেই খোলা যাবে 'স্ট্যান্ড অ্যালোন' মদের দোকান। শুধু কনটেন্টমেন্ট জোনে এই ছাড় বলবৎ নয়। শপিং মলে যে মদের দোকান রয়েছে, তাও খোলা চলবে না। এছাড়াও পাব, পানশালা বা রেস্তোরাঁর কাউন্টারে মদ বিক্রি চলবে না। 'স্ট্যান্ড অ্যালোন' দোকানের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানতে হবে। কেন্দ্রের এই নির্দেশিকা মেনেই সোমবার থেকে দিল্লি, কর্নাটক, অসম, গোয়ার মতো অধিকাংশ রাজ্যেই খুলেছে মদের দোকান।

প্রসঙ্গত, বর্ধিত লকডাউনে রাজ্যের কোথায় কী ধরনের গতিবিধিতে ছাড় দেওয়া হবে, তা স্থির করতে সোমবার বৈঠকে বসছে রাজ্য সরকার। প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনার পরই ছাড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল