অ্যাপশহর

পুলকার, স্কুলবাস নিয়ে কঠোর হচ্ছে বিধাননগর কমিশনারেট

বিধাননগর কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) ধৃতিমান সরকার সোমবার জানিয়েছেন, ‘কমিশনারেটের আওতাধীন খুব কম স্কুলের নিজস্ব বাস বা পুলকার রয়েছে। ফলে পড়ুয়াদের জন্য ব্যবহৃত গাড়িগুলি মূলত অভিভাবকদেরই ব্যবস্থা করা। সেই গাড়িগুলি যাতে সুরক্ষাবিধি এবং নিয়ম মেনে চলে, তা নিশ্চিত করতেই চালক-মালিকদের পাশাপাশি তাঁদের সঙ্গেও আমরা বৈঠক করার পরিকল্পনা নিয়েছি।

EiSamay.Com 25 Feb 2020, 8:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলকার এবং স্কুলবাসে সন্তানদের স্কুলে পাঠান যে সব অভিভাবক, তাঁদের সঙ্গে বৈঠকে বসবে বিধাননগর কমিশনারেট। এর আগে পুলকার এবং স্কুলবাসের চালক ও মালিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কমিশনারেটের আধিকারিকরা। অভিভাবকদের সঙ্গে থানাভিত্তিক বৈঠক হবে। পুলিশের বক্তব্য, পুলকার বা স্কুলবাসগুলিকে মানতে হয় অনেক বিধিনিষেধ। পড়ুয়াদের স্বার্থে রাখতে হয় বেশ কিছু ব্যবস্থা। কিন্তু অধিকাংশ গাড়ির মালিক সে সব নিয়মের তোয়াক্কা করেন না। অভিভাবকদেরও বড় অংশ এ ব্যাপারে সচেতন নন। সেই ফাঁক দূর করতেই বৈঠকের সিদ্ধান্ত।
EiSamay.Com পুলকার
পুলকার


বিধাননগর কমিশনারেটের ডিসি (ট্র্যাফিক) ধৃতিমান সরকার সোমবার জানিয়েছেন, ‘কমিশনারেটের আওতাধীন খুব কম স্কুলের নিজস্ব বাস বা পুলকার রয়েছে। ফলে পড়ুয়াদের জন্য ব্যবহৃত গাড়িগুলি মূলত অভিভাবকদেরই ব্যবস্থা করা। সেই গাড়িগুলি যাতে সুরক্ষাবিধি এবং নিয়ম মেনে চলে, তা নিশ্চিত করতেই চালক-মালিকদের পাশাপাশি তাঁদের সঙ্গেও আমরা বৈঠক করার পরিকল্পনা নিয়েছি। বৈঠকে যেমন অভিভাবকদের স্কুলবাস-পুলকারের আইনের বিষয়ে জানানো হবে, তেমনই তাঁদের যদি কোনও মতামত থাকে, সে কথাও আমরা শুনব। এতে দুর্ঘটনার ঘটনায় রাশ টানা যাবে।’

এই উদ্যোগকে স্বাগত জানালেও পুলকারে ছেলেকে স্কুলে পাঠানো সল্টলেকের এফডি ব্লকের বাসিন্দা অনিন্দিতা মজুমদার, শুভম সেনরা চান, নিয়মিত পুলকার-স্কুলবাসের বিরুদ্ধে অভিযান চলুক। পোলবার পুলকার দুর্ঘটনার পরে পড়ুয়াদের জন্য ব্যবহৃত গাড়িগুলিকে নিয়মের বেড়াজালে বাঁধতে চাইছে বিধাননগর কমিশনারেট। রবিবার থেকেই থানাভিত্তিক পুলকার চালক এবং মালিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। সোমবার এই বৈঠক আয়োজিত হয়েছে লেক টাউন থানা এলাকায়। কমিশনারেট সূত্রের খবর, লেক টাউন থানা এলাকার উদ্যোগে আয়োজিত বৈঠকে প্রায় ৫৬ জন চালক ২২ জন পুলকার মালিক উপস্থিত ছিলেন। স্কুলবাস এবং পুলকার মালিক ও চালকদের পুলিশ জানিয়ে দিয়েছে, বেনিয়ম ধরা পড়লেই চালকের লাইসেন্স বাতিল করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মালিকদের বিরুদ্ধে। ধৃতিমান বলেন, ‘কমিশনারেটের আওতাধীন সমস্ত ট্র্যাফিক গার্ডের কর্তাদেরও পুলকার এবং স্কুলবাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। বাচ্চাদের সুরক্ষায় কোনও আপস করা হবে না।’ একইসঙ্গে যে সব স্কুলের নিজস্ব পরিবহণ ব্যবস্থা রয়েছে, তাদেরও বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। স্কুলকে গাড়ির যাবতীয় তথ্য রাখার পাশাপাশি নিয়ম মেনে তা চলছে কি না, সে দিকে নজরদারি রাখতে হবে।

আরও পড়ুন: রেশ কাটেনি পোলবা কাণ্ডের, এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি উলটে আহত ১০!

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল