অ্যাপশহর

করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি ১২, সংক্রমণ রুখতে সচেতনতা প্রচার রাজ্যে

নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মেঘ যখন বিশ্ব জুড়ে ও ভারতে আক্রান্ত শতাধিক, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকুন।

EiSamay.Com 16 Mar 2020, 10:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে নতুন করে ভরতি হয়েছেন তিন জন। তাঁরা সকলেই কলকাতার। দুবাইয়ের এক ব্যক্তির সংস্পর্শে আসায় ২৩ বছরের এক যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুইৎজারল্যান্ড, ইটালি ও নেপাল-যোগে যে-তিন জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে যে তিন জন ভরতি হয়েছেন তাঁরা কলকাতার বাসিন্দা। এ ছাড়া আরও যে-সাত জন পর্যবেক্ষণে রয়েছেন, তাঁদের লালারসের নমুনা পাঠানোর প্রয়োজন নেই বলে জানান চিকিৎসকেরা। সোমবার তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে।
EiSamay.Com সচেতনতা প্রচার
সচেতনতা প্রচার


করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার করবেন আশাকর্মীরা। জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে সংগ্রহ করবে তথ্য। বাড়ির কোনও সদস্য বিদেশ থেকে ফিরেছেন কী না, তারও সলুকসন্ধান করবেন স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এই কথা জানিয়েছেন।

এ ছাড়া বিমানবন্দরে কোয়রান্টিন হেল্প ডেস্ক খুলেছে রাজ্য সরকার। তিন শিফটে আগামী সাত দিন বিদেশ থেকে আসা যাত্রীদের পরিষেবা দিতে স্বাস্থ্য দফতরের ৪২ জন কর্মীকে যুক্ত করা হয়েছে সেখানে। স্বাস্থ্য দফতরের খবর, রাজারহাটের কোয়রান্টিনে ফ্রান্স-ফেরত ৬৪ বছরের এক বৃদ্ধ পর্যবেক্ষণে আছেন। ফ্রান্স-যোগের পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ রয়েছে। তাই তাঁকে আপাতত ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে। শনিবার রাতে বৃদ্ধ সেখানে ঢোকার পরে নবনির্মিত ক্যানসার হাসপাতালের রক্ষীরা আতঙ্কে ছিলেন।

করোনা ভাইরাস রোধে পথে নামে কলকাতা পুলিশ। রবিবার দুপুর থেকেই শহরের প্রত্যেকটি শপিং মলে যায় পুলিশের টিম। পোস্টার দিয়ে চলে প্রচার। একইসঙ্গে শহরের ওষুধের দোকানগুলিতেও পুলিশের তল্লাশি চলে।শহরের একাধিক মাল্টিজিম ও সুইমিং পুলে গিয়েও প্রচার করেছে পুলিশ।

আরও পড়ুন: করোনা-শীর্ষে মহারাষ্ট্র, প্রথম COVID-19 ধরা পড়ল ওডিশায়

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল