অ্যাপশহর

করোনায় আক্রান্ত নন আইডি-র চিকিৎসক, ভুয়ো খবরে কড়া ব্যবস্থা রাজ্যের

চিকিৎসক যোগীরাজ। বেলেঘাটা আইডির চিকিৎসক। রোগীদের সেবা করতে করতে তিনিও নাকি করোনায় আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনই একটি পোস্ট। যার প্রোফাইল থেকে এই ভুয়ো খবর ছড়িয়েছে, তাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

EiSamay.Com 27 Mar 2020, 3:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা-আতঙ্কে মানুষের ভুল ধারণা থেকে রেহাই নেই ডাক্তারদেরও। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগী মেলার পরে সেখানকার মহিলা ডাক্তারকেও তাঁরই পড়শিদের একাংশের হাতে হেনস্থা হতে হল বলে অভিযোগ উঠেছিল আগেই। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ নেয় লালবাজার।
EiSamay.Com কড়া ব্যবস্থা রাজ্যের
কড়া ব্যবস্থা রাজ্যের


শুক্রবার এমনই একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য শুরু হল রাজ্যে। বেলেঘাটা আইডির চিকিৎসক চিকিৎসক যোগীরাজ রোগীদের সেবা করতে করতে তিনিও আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনই একটি পোস্ট। এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে নিশ্চিত করা বলা হয়েছে, বেলেঘাটা আইডির কোনও চিকিৎসক COVID-19-এর কবলে পড়েননি। সোশ্যাল মিডিয়ায় এভাবে ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

সূত্রের খবর, এই ভুয়ো পোস্টটি যে ছড়িয়েছে তার বিরুদ্ধে এফআইআর করবে রাজ্য সরকার। জানা গিয়েছে, যার প্রোফাইল থেকে এই ভুয়ো খবর ছড়িয়েছে, তাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সাইবার ক্রাইমকে ইতোমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর খুঁজে বের করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হচ্ছে, কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হননি। তাঁরা সারা রাজ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিজ নিজ দায়িত্ব নিরলস ভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।

আরও পড়ুন: করোনার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে বাজার? ১১০০ পয়েন্ট উঠল সেনসেক্স, ঊর্ধ্বমুখী নিফটিও

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল