অ্যাপশহর

'বাংলার উৎসব নিয়ে জানে না UGC', ২ নভেম্বর থেকে কলেজে ক্লাস নয়! জানালেন শিক্ষামন্ত্রী

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আগামী নভেম্বর থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা পক্ষে সায় দিয়েছেন। কিন্তু এখনই কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শারীরিক উপস্থিতি সম্ভব নয় বলেই সাফ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

EiSamay.Com 27 Sep 2020, 5:43 pm

হাইলাইটস

  • তিনি জানিয়ে দিলেন, '২ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরু করা যাবে না। বাংলার সবচেয়ে বড় উৎসব মাথায় রাখেনি ইউজিসি।'
  • শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে শুরু করার প্রস্তাব দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে।
  • স্কুল খোলা নিয়ে সংঘাতের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েও দুপক্ষের সংঘাত বাড়ল।


EiSamay.Com west bengal education minister partha chatterjee says, its not possible to starts classes in colleges from 2 november
২ নভেম্বর থেকে কলেজে ক্লাস নয়
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রাথমিকভাবে ২ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকের শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, '২ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরু করা যাবে না। বাংলার সবচেয়ে বড় উৎসব মাথায় রাখেনি ইউজিসি।' শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে শুরু করার প্রস্তাব দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। ফলে স্কুল খোলা নিয়ে সংঘাতের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েও দুপক্ষের সংঘাত বাড়ল।
উল্লেখ্যস, ইউজিসির তরফে সম্প্রতি নির্দেশিকা জারি করা হয়, ১ নভেম্বর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষা বর্ষের ক্লাস চালু করে দিতে হবে। শুধু তাই নয়, ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়াও শেষ করার বিষয়ে গাইডলাইন জারি করে ইউজিসি। করোনা মহামারীর মধ্যে কীভাবে সতর্কতা মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা যাবে, তা নিয়েও জারি করা হয় গাইডলাইন।

এরপর রবিবার উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেখানে প্রাথমিকভাবে স্থির হয়, ২ নভেম্বর থেকে রাজ্যে স্নাতক স্তরে ক্লাস শুরু হবে। শুধু তাই নয়, ভরতি প্রক্রিয়ার ওপর নির্ভর করে আগামী ১৮ নভেম্বর বা পয়লা ডিসেম্বর থেকে স্নাতকোত্তরেও ক্লাস শুরু হয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে করোনা পরিস্থিতিতে কোনওভাবেই কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শারীরিক উপস্থিতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: খুচরো বিড়ি-সিগারেট আর বিক্রি নয়! সরকারি নির্দেশিকায় মহাফাঁপড়ে ধূমপায়ীরা

উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, 'কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ইউজিসি যে গাইডলাইন দিয়েছে সেগুলো বলবৎ করে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান ফের খোলা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু এখনও লোকাল ট্রেন বন্ধ। বাংলায় আসছে উৎসবের মরসুম। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পড়ুয়ারা কীভাবে কলেজে আসতে পারে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।' এরপরই শিক্ষামন্ত্রী জানান, নভেম্বরের শুরু থেকে কোনওভাবেই কলেজ ক্লাস শুরু সম্ভব নয়। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের পরীক্ষা হবে অনলাইনে, অক্টোবরে। কিন্তু কলেজে-বিশ্ববিদ্যায়ের পঠন-পাঠন নিয়ে শুরু নিয়ে এখনই শিথিলতা দেখাতে চায় না রাজ্য সরকার।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর