অ্যাপশহর

প্রাথমিকের পর এবার এমএসকে-এসএসকেও বেতন বৃদ্ধির আওতায়

এসএসকের শিক্ষকদের বেতন ৫৯৫৪ টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা করা হল। অন্যদিকে এসএসকে প্রধানদের বেতন বেড়ে হল ১০,৩৪০টাকা। এমএসকে শিক্ষকদের বেতন ৮৯০০ টাকা থেকে বেড়ে হল ১৩ হাজার টাকা, এমএসকের প্রধানদের বেতন বেড়ে হল ১৪ হাজার টাকা।

EiSamay.Com 29 Jul 2019, 6:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সারা দিয়ে এবার প্রাথমিকের পর বেতন বাড়ল শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সম্প্রসারকদেরও। এমএসকে এবং এসএসকের প্রার্থীদের দাবি ছিল, সমগ্র শিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের ২০১৮ সালের ১ এপ্রিল থেকে বেতন বৃদ্ধি কার্যকর করতে হবে এবং বেতন পরিকাঠামো চালু করতে হবে৷শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের পেনশন ব্যবস্থা চালু করতে হবে৷ এস এস কে, এম এস গুলিকে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা করতে হবে৷ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের অনুমোদন কর্মসংস্থান পরিচয়পত্র দিতে হবে৷ অবিলম্বে শূণ্যপদে নিয়োগের ব্যবস্থা করতে হবে৷
EiSamay.Com MSK ad SSK employes


সেই দাবি মেনেই সোমবার এসএসকের শিক্ষকদের বেতন ৫৯৫৪ টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা করা হল। অন্যদিকে এসএসকে প্রধানদের বেতন বেড়ে হল ১০,৩৪০টাকা। অর্থাৎ প্রায় দ্বিগুণ। অন্যদিকে এমএসকে শিক্ষকদের বেতন ৮৯০০ টাকা থেকে বেড়ে হল ১৩ হাজার টাকা, এমএসকের প্রধানদের বেতন বেড়ে হল ১৪ হাজার টাকা। ২০১৯-এর ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো, খবর সূত্রের।

বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার কথাও এদিন জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এদিন শিক্ষা দফতরের তরফে জানানো হয়, এতদিন পঞ্চায়েতের অধীনে ছিলেন এসএসকে এবং এমএসকের সহায়ক এবং সম্প্রসারকরা। এবার রাজ্যের শিক্ষা দফতরের অধীনে আনা হল তাঁদের। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সহায়ক, সম্প্রসারকের পদ থেকে এবার শিক্ষকের মর্যাদা পাবেন এসএসকে এবং এমএসকের শিক্ষকরা। পাবেন শিক্ষকদের সমস্ত সুবিধাও।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল