অ্যাপশহর

West Bengal DA Digital Protest : বাড়ছে আন্দোলনের ঝাঁজ, ডিজিটাল অসহযোগ শুরু DA আন্দোলনকারীদের

আজ থেকে বিরোধী কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিজিটাল অসহযোগ শুরু করার জন্য মুখ্যসচিবকে চিঠি দিল।

হাইলাইটস

  • আজ, শনিবার থেকে ডিজিটাল অসহযোগ শুরু করার লক্ষ্যে মুখ্যসচিবকে চিঠি দিল বিরোধী কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।
  • এ দিন মঞ্চের তরফে এক কর্মী নবান্নে এসে মুখ্যসচিবের দপ্তরে চিঠিটি জমা দেন।
  • সংগঠনের কনভেনার বিশ্বজিৎ মিত্র ও অন্য নেতারা তাতে জানিয়েছেন, বকেয়া ডিএ-সহ অন্যান্য দাবিতে আন্দোলনের অঙ্গ হিসেবেই এই কর্মসূচি নিয়েছেন তাঁরা।
DA Strike: 'কাল কেন আসেননি?' স্কুলের বাইরেই দাঁড়িয়ে শিক্ষকরা!
এই সময়: আজ, শনিবার থেকে ডিজিটাল অসহযোগ শুরু করার লক্ষ্যে মুখ্যসচিবকে চিঠি দিল বিরোধী কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এ দিন মঞ্চের তরফে এক কর্মী নবান্নে এসে মুখ্যসচিবের দপ্তরে চিঠিটি জমা দেন। সংগঠনের কনভেনার বিশ্বজিৎ মিত্র ও অন্য নেতারা তাতে জানিয়েছেন, বকেয়া ডিএ-সহ অন্যান্য দাবিতে আন্দোলনের অঙ্গ হিসেবেই এই কর্মসূচি নিয়েছেন তাঁরা।
DA News Latest: হোয়াটস গ্রুপ থেকে বিদায়, ঊর্ধ্বতনের ফোন বয়কট! DA-র দাবিতে এ মাসেই ডিজিটাল স্ট্রাইক
আজ থেকে ব্যক্তিগত ফোনে দপ্তরের ঊর্ধ্বতন কর্তাদের ফোন না-ধরার অঙ্গীকার করেছেন ওই কর্মীরা। ব্যক্তিগত ফোনে তাঁরা কোনও আদেশও নেবেন না। সকাল সাড়ে দশটার আগে ও বিকেল সাড়ে চারটের পর সরকারি কর্তাদের কোনও নির্দেশও তাঁরা পালন করবেন না। দপ্তরের কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তাঁরা স্বেচ্ছায় বিদায় নিচ্ছেন।

DA Latest News West Bengal : এবার রাজ্যজুড়ে 'ডিজিটাল স্ট্রাইক', DA-র দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে
ছুটির দিনে কোনও রকম সরকারি কাজ করতেও তাঁরা অস্বীকার করেছেন। মঞ্চ জানিয়েছে, এই একই পথে হাঁটবেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। উপরন্তু, তাঁরা বাংলা শিক্ষা পোর্টালের কোনও কাজ নিজেদের মোবাইল-কম্পিউটারে করবেন না, নিজেদের ডেটাও ব্যবহার করবেন না।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল