অ্যাপশহর

পুজোর মুখে বাংলায় থিতু সংক্রমণ! চিন্তায় রাখছে কলকাতা

গড়িয়াহাট থেকে হাতিবাগান, জেলা থেকে শহরে উৎসবের মুখে শপিংয়ে ভিড় রক্তচাপ বাড়াচ্ছে প্রশাসনের। উৎসবের মুখে ফের ঊর্ধ্বগামী Covid 19 সংক্রমণ... দেখে নিন এদিনের করোনা রিপোর্ট কী বলছে...

EiSamay.Com 30 Sep 2021, 9:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর আর ১২ দিন বাকি। তার আগে শিরদাঁড়ায় কাঁপুনি ধরাচ্ছে রাজ্যের করোনা চিত্র। সবথেকে ভয়াবহ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। পুজোর মুখে ফের বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ।
EiSamay.Com covid mask 1


West Bengal Covid Bulletin অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ৭৪৪ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭০ জন। রাজ্যে কোভিডে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

গত কয়েকদিন ধরেই চিন্তা বাড়াচ্ছে মহানগর। বৃহস্পতিবারের কোভিড বুলেটিন অনুযায়ীও শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে উত্তর ২৪ পরগনায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন এবং মৃত্যু হয়েছে ৪জনের। এই দুই জেলায় করোনার বাড়বাড়ন্ত চাপে ফেলেছে প্রশাসনকে । এছাড়া গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন, হুগলিতে ৪১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬৯ জন। মৃত্যুশূন্য ১৬টি জেলা।

রাজ্যে ফের বাড়ল কোভিড বিধিনিষেধ, পুজোর রাতে থাকছে ছাড়

ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। গতকালের থেকে ২৪ শতাংশ বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন, যা গতকালের থেকে ২৪ শতাংশ বেশি। এদিকে এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩১১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন।

দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ২০ জন। এদিকে কেরালার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা কাটছে না। গত ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

অন্যদিকে, রাজ্যে ফের বাড়ল কোভিড বিধিনিষেধ (Covid Restrictions)। ৩০ অক্টোবর পর্যন্ত রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত রাতের বিধিনিষেধ জারি থাকছে। তবে এখনই চলবে না লোকাল ট্রেন। রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত বিধিনিষেধ থাকায় অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়া চলবে না। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, পুলিশ-প্রশাসন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় রয়েছে। নবান্নের তরফে পুজো উপলক্ষে বিধিনিষেধে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল