অ্যাপশহর

নবমীর রাতে চিন্তায় ফেলল রাজ্যের করোনার চিত্র

পুজোয় যতটা সম্ভব আনন্দ লুটেপুটে উপভোগ করতে উত্‍সাহী সাধারণ মানুষ। করোনা সংক্রমণের ভয়কে এই ক’দিনের জন্যে পাশ কাটিয়ে তাই অনেকেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। আর তাতেই শঙ্কার মেঘ পশ্চিমবঙ্গের কপালে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা...

EiSamay.Com 26 Oct 2020, 7:48 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের ধারা অব্যাহত পশ্চিমবঙ্গে। পুজোর মধ্যে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা তৈরি করছে নতুন রেকর্ড। নবমীর রাতে রাজ্যের যে কোভিড চিত্র সামনে উঠে এলো, তা বেশ চিন্তার কারণ।
EiSamay.Com west bengal corona picture stays grim amidst durga puja celebrations
রাজ্যে করোনা পরিস্থিতি


একদিনেই কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় যে সংখ্যক কোভিড আক্রান্ত বাড়ল তাতে চিন্তার ভাঁজ পড়ারই কথা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মোট করোনা আক্রান্ত ৯১৫ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৮৯৬। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৯১০ জন। শনিবার সংখ্যাটা ছিল ৮৯৫।

সরকারি তথ্য অনুযায়ী, কলকাতায় মোট আক্রান্ত ইতোমধ্যেই ৭৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা প্রায় ৭১ হাজার। দৈনিক মৃত্যুর নিরিখে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা। রবিবার প্রকাশিত সরকারি বুলিটিনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কলকাতায় মোট মৃত্যু ২ হাজার ১১১।

রাজ্যের অন্যান্য জেলাগুলিও এক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই। গত ২৪ ঘণ্টায় দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০-রও বেশি। নদিয়া, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় একদিনে দুশো’রও বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায়, দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ৩ জন করে রোগী মারা গিয়েছেন করোনায়।

উত্‍‌সবের মরসুমে বাংলা নিয়ে আতঙ্ক থাকলেও দেশে আরও নামল করোনাভাইরাসের সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫০,১২৯ জন। কমেছে মৃতের সংখ্যাও। শনিবার করোনার কারণে মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। গত ৯৮ দিনে এটাই সবচেয়ে কম দৈনিক মৃতের সংখ্যা। আরও কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ।

দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে এল ৫০ হাজারে। শুক্রবারই দেশে নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন ৫৩ হাজার ৩৭০ জন মানুষ। কমেছিল দৈনিক মৃতের সংখ্যাও। সে দিন করোনার বলি হন ৬৫০ জন। শনিবার এই নিয়ে তৃতীয় দিন অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমেছে ৭ লাখের নীচে।

আরও পড়ুন: পুজোর নিষেধাজ্ঞা উড়ে গেল খাসির দোকানে, নবমীর মাংসে মাত বাঙালি!

করোনায় আক্রান্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস, তবে উপসর্গহীন
রবিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০,১২৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৭৮,৬৪,৮১১ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৬,৬৮,১৫৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭০,৭৮,১২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২,০৭৭ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯০.০০%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৮,৫৩৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। মৃতের হার ১.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৪০,৯০৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর