অ্যাপশহর

শিশুর তিন পা, তিন হাত! বিরলতম ঘটনায় সফল অস্ত্রোপচারে NRS...

এনআরএসে আসার পর শিশুরোগ বিশেষজ্ঞরা শিশুটিকে অস্ত্রোপচার করে হাত ও পা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার দুপুরে টানা তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে হাত ও পা বাদ দিয়ে দেন। অস্ত্রোপচারের পর শিশুটি সুস্থ রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

EiSamay.Com 2 Jan 2020, 10:05 am
এই সময় ডিজিটল ডেস্ক: জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেল এনআসএস মেডিক্যাল কলেজ হাসপাতাল। তিনটে পা ও তিনটি হাত নিয়ে উত্তর চব্বিশ পরগনার বারাসত হাসপাতালে জন্মেছিল এক শিশু। জন্মানোর তিন দিন পর রেফার করা হয় কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে।
EiSamay.Com সাফল্য এনআরএসের
সাফল্য এনআরএসের


এনআরএসে আসার পর শিশুরোগ বিশেষজ্ঞরা শিশুটিকে অস্ত্রোপচার করে হাত ও পা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার দুপুরে টানা তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে হাত ও পা বাদ দিয়ে দেন। অস্ত্রোপচারের পর শিশুটি সুস্থ রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখন এনআরএসে পেডিয়াট্রিক বিভাগে আইসিইউ-তে ভরতি রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন: মমতার আপত্তির 'এক দেশ এক রেশন কার্ড' চালু হল দেশের ১২ রাজ্যে

অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনটি হাত ও তিনটি পা নিয়ে এক শিশুকে এনআরএসে ভরতি করা হয়। শিশুটির বয়স মাত্র তিন দিন। জন্ম থেকেই ওই শিশুটির তিনটি হাত ও তিনটি পা ছিল। তাই শীঘ্রই তাকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের চিকিৎসায় সাড়া দিয়েছে শিশুটি। বর্তমানে সুস্থই আছে সে। তবে, এটি চিকিৎসাশাস্ত্রে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: রাজস্থানের সরকারি হাসপাতালে শিশুমৃ্ত্যু বেড়ে ১০০!

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল