অ্যাপশহর

মুখ্যসচিব আলাপনকে দিল্লির ডাক, ৩১ মে কাজে যোগ দেওয়ার নির্দেশ

কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল কেন্দ্রের.... তিন মাস এক্সটেনশন দেওয়ার পর সিদ্ধান্ত বদল করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্র....

EiSamay.Com 28 May 2021, 11:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্র। মুখ্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র সরকার। অবিলম্বে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির নর্থব্লকে রিপোর্ট করতে নির্দেশ। ক্যাবিনেটের নিয়োগ কমিটির সিদ্ধান্তেই এই নির্দেশ বলে জানা গিয়েছে। সম্প্রতি কেন্দ্রের থেকে মুখ্যসচিবের জন্য তিনমাসের এক্সটেনশন চেয়েছিল রাজ্য। সেই এক্সটেনশন কার্যকর হওয়ার কথা পয়লা জুন। কিন্তু তার আগেই ৩১ মে সকাল ১০ নর্থ ব্লকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফরে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পরই দিল্লিতে থেকে এল এমন নির্দেশ।
EiSamay.Com alapan


১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় আট মাস ধরে বাংলার মুখ্যসচিব পদে দায়িত্ব সামলাচ্ছেন। মে মাসেই ৬০ পূর্ণ হওয়ায় তাঁর মুখ্যসচিব পদে কার্যকাল বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন করে সরকার। কেন্দ্র তাতে সম্মতি দেয় বলেও জানা গিয়েছিল। গত ২৪ মে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ আরও তিন মাস বেড়েছে কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই মত পরিবর্তন কেন্দ্রের। আপাতত এই মাসের শেষদিন থেকেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করতে হবে তাঁকে। বাংলার কোভিড পরিস্থিতি থেকে প্রশাসনিক বিভিন্ন কাজ সুদক্ষভাবে পরিচালনা করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন তাঁর। আলাপন বন্দ্যোপাধ্যায়ের আচমকা তলবে রাজ্য সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল