অ্যাপশহর

'ট্রেনি' সুকান্তকে নিয়ে জেলায় জেলায় ঘুরবেন 'প্রাক্তন' দিলীপ

নতুন দায়িত্ব কাঁধে নিয়ে এবার BJP-এর নবাগত রাজ্যসভাপতি Sukanta Majumdar-কে সঙ্গে নিয়ে জনসংযোগ বাড়াতে শুক্রবার থেকে জেলা সফর শুরু করবেন প্রাক্তন রাজ্য সভাপতি Dilip Ghosh।

Ei Samay 22 Oct 2021, 10:36 am

হাইলাইটস

  • শুক্রবার তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দিলীপের এই 'প্রশিক্ষণ অভিযান' শুরু হবে।
  • আপাতত বেশ কিছু দিন সুকান্তকে দিলীপ ঘোষের ট্রেনি হিসেবেই দেখা যাবে।
  • দলের রাজ্য সভাপতির চেয়ারে বসলেও সুকান্ত রাজনীতিতে কার্যত নবাগত।
EiSamay.Com Dilip Ghosh
ছবি সৌজন্যে-ফেসবুক
এই সময়: নতুনকে হাতেকলমে সংগঠন বোঝাবেন প্রাক্তন!
BJP-র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে আগামী কয়েক মাস বিভিন্ন জেলায় ঘুরবেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলাস্তরের নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করার পাশাপাশি, দলের অন্দরের বিভিন্ন গোষ্ঠী সমীকরণের আঁচও দিলীপের সঙ্গে ঘুরে সুকান্ত পাওয়ার চেষ্টা করবেন।

BJP সূত্রের খবর, কাল, শুক্রবার তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দিলীপের এই 'প্রশিক্ষণ অভিযান' শুরু হবে। তার আগে অবশ্য আজ, বৃহস্পতিবার বীরভূমের BJP নেতাদের সঙ্গে সুকান্তকে নিয়ে একাধিক বৈঠক করবেন দিলীপ। রাজ্য BJP-র এক শীর্ষ নেতার কথায়, 'আপাতত বেশ কিছু দিন সুকান্তকে দিলীপ ঘোষের ট্রেনি হিসেবেই দেখা যাবে। রাজ্যে পুরসভাগুলির ভোটের আগে সুকাম্তকে সংগঠনের সঙ্গে পরিচিত করে তুলতেই পার্টির এই সিদ্ধান্ত।'

BSF-এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তৃণমূলের
দলের রাজ্য সভাপতির চেয়ারে বসলেও সুকান্ত রাজনীতিতে কার্যত নবাগত। ২০১৯ সালের আগে তিনি সক্রিয় ভাবে রাজনীতির ময়দানে ছিলেন না। সূত্রের খবর, আরএসএসের সুপারিশে বালুরঘাট আসনে গত লোকসভা ভোটে টিকিট পেয়ে জিতে এলেও তামাম রাজ্যের BJP-র সাংগঠনিক নেতাদের অধিকাংশর সঙ্গে সুকান্তর এখনও আলাপ পর্যন্ত হয়নি। ফলে, এই মূহূর্তে তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে নামার চেয়েও সুকান্তর কাছে বেশি প্রয়োজন নিজের দলের নেতা-কর্মীদের আস্থা অর্জন করা। আর সেই মতো তাঁকে গড়েপিটে তোলার ভার বর্তেছে BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উপরেই।

সেপ্টেম্বর মাসে দায়িত্ব পেয়ে সুকান্ত প্রথমেই বার্তা দেন যে, দিলীপের সহযোগিতা ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। রাজ্য BJP নেতৃত্বের একাংশের মতে, দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীকে 'চাপে' রাখতে দিলীপও রাজনৈতিক সমীকরণের সহজ অঙ্কে হাত মিলিয়েছেন সুকান্তর সঙ্গে। ঘনিষ্ঠ মহলে দিলীপ হামেশাই বলেন, রাজনীতিতে প্রাসঙ্গিক থাকাই সব চেয়ে জরুরি। দিলীপ বিলক্ষণ জানেন, সুকান্তর জেলা সফরে সঙ্গী হলে BJP-র নতুন রাজ্য সভাপতির চেয়ে রাজনৈতিক মাইলেজ বেশি পাবেন তিনি। সেই সঙ্গে দলের নিচুতলার নেতা-কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যাবে যে, দিলীপ এখনও রাজ্য BJP-র অন্যতম মুখ।

বুধবার সুকান্ত মজুমদার বলেন, 'দিলীপদা আর আমি দু'জনই জেলায় জেলায় ঘুরব। বীরভূমে বৃহস্পতিবার যাব। শুক্রবার তারাপীঠে পুজো দেবো। দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলাই লক্ষ্য।'

এবার 'দুয়ারে সিঁদুর খেলা', জনসংযোগে বাড়ির দরজায় মহিলা তৃণমূল
দিলীপ-সুকান্তর যৌথ কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, 'এক জন বিতাড়িত রাজ্য সভাপতি, অন্যজন ট্রেনি রাজ্য সভাপতি। দু'জনে মিলে যত খুশি ঘুরে বেড়ান, বাংলার মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল