অ্যাপশহর

খাগড়াগড় কাণ্ডে দোষ কবুল ১৯ জনের, সাজা ৩০ তারিখ

বুধবার কঠোর নিরাপত্তায় ৩১ জন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল। যার মধ্যে দুই মহিলা সহ ১৯ জন অভিযুক্ত তাদের দোষ স্বীকার করে নেয়। তার পরই রুদ্ধদ্বার শুনানি শেষে ওই ১৯ জন অভিযুক্তকে বুধবার দোষী সাব্যস্ত করেন বিচারক।

EiSamay.Com 28 Aug 2019, 5:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে ঘটা বিস্ফোরণ কাণ্ডে অবশেষে অভিযুক্ত ৩১ জনের মধ্যে ১৯ জনকে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। এনআইএর দেওয়া তথ্য ও আদাতে দাঁড়িয়ে গ্রেফতার ৩১ জনের মধ্যে ১৯ জন নিজেদের দেষ কবুল করে নেন বলে এনআইএ-এর আইনজীবী সূত্রে খবর। বুধবার কঠোর নিরাপত্তায় ৩১ জন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল। যার মধ্যে দুই মহিলা সহ ১৯ জন অভিযুক্ত তাদের দোষ স্বীকার করে নেয়। তার পরই রুদ্ধদ্বার শুনানি শেষে ওই ১৯ জন অভিযুক্তকে বুধবার দোষী সাব্যস্ত করেন বিচারক। আগামী ৩০ অগস্ট দোষী ১৯ জনের সাজা ঘোষণার সম্ভবনা বলে জানিয়েছেন এনআইএ-এর আইনজীবী। কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজা ঘোষণা করবেন।
EiSamay.Com khagragarh blast case


২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সে বছর ওই ঘটনার দিন দুর্গাপুজোর অষ্টমী ছিল। পুজোর সময় রাজ্যে বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন সাকিল আহমেদ ও শোভন মণ্ডল। সেসময় ৫৫টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আরডিএক্স, সিম কার্ড উদ্ধার করেছিল পুলিশ। তার পর এই বিস্ফোরণ কাণ্ডের জল অনেক দূর গড়ায়।

চলতি বছরের জুন মাসে বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের কাণ্ডের মূল পাণ্ডা হাবিবুর রহমান শেখকে দক্ষিন ভারতের রাজ্য কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।২০১৫ সালের মার্চ মাসে এই ধৃত হাবিবুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। তাকে পাকড়াও করার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও করা হয়েছিল এনআইএ-র পক্ষ থেকে। যাকে অবশেষে জালে ধরতে পারা গিয়েছে। হাবিবুরের গ্রেফতারিকে বিশেষ সাফল্য বলেই মনে করছে এনআইএ কর্তারা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল