অ্যাপশহর

'এই হারে আমার কোনও লজ্জা নেই', অকপট বাবুল

প্রায় ২০০-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল.... সবুজে ছয়লাপ গোটা রাজ্য তথা মহানগরও... টালিগঞ্জে পরাজিত হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়... হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের উত্তরে সপাটে জবাব BJP প্রার্থীর...

EiSamay.Com 2 May 2021, 6:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হারের পরই ফেসবুকে অকপট স্বীকারোক্তি হেভিওয়েট তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। একইসঙ্গে স্পষ্ট করে দিলেন এই জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনওভাবে অভিনন্দন জানাবেন না । একুশের ভোটযুদ্ধে ফলাফল স্পষ্ট। হ্যাটট্রিক গড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে জোড়াফুল। রাজ্য জুড়ে সবুজ ঝড়ের সঙ্গে সঙ্গে কলকাতার প্রায় সব আসনে শুধুই ফুটন্ত জোড়াফুল। হেভিওয়েট তারকা প্রার্থী থাকা সত্ত্বেও টালিগঞ্জে বদলায়নি বিজেপির ভাগ্য। গেরুয়া শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়কে ৩৭ হাজার ২৫৮ ভোটে হারিয়ে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।
EiSamay.Com babul supriyo


এদিন সকালে ভোটবাক্স খুলতেই স্পষ্ট হয়ে যায় বাংলার জনমত। যদিও গণনার প্রথম কয়েক রাউণ্ডে টালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুল সু্প্রিয় এগিয়ে থাকলেও বেলা গড়াতেই বদলে যায় ফল। প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে ক্রমশ এগোতে থাকে অরূপ বিশ্বাস। তারপর ক্রমশ ব্যবধান বেড়েছে। এরই মাঝে ফেসবুকে হিরণ্ময় ডাকাল নামে এক ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন, 'এই হারে লজ্জা নেই, বিজেপির তৃণমূল স্তরের কর্মী-সমর্থক যারা সারাবছর দিদির পুলিশ ও দিদির গুণ্ডাদের সঙ্গে লড়েন তাদের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত। ২০১৪ থেকে দিদির নিষ্ঠুরতা পদে পদে অনুভব করেছি।' আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় একুশের মহারণে সামিল হতে টালিগঞ্জ থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেন। হারলে কী করবেন? এই প্রশ্নের উত্তরে বাবুল বলেন, 'হারলে আমি খুশি মনেই যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাব। আমি আমারা মনের কথা শুনে কাজ করেছি এটাই আমার জন্য যথেষ্ট।'


শুধু টালিগঞ্জেই নয়, সবুজে ছয়লাপ মহানগর। কলকাতার জোড়াসাঁকো আসন বাদে সব আসনেই জয়ী জোড়াফুল শিবির। ভবানীপুর থেকে কাশীপুর বেলগাছিয়া, রাসবিহারী থেকে শ্যামপুকুর সবেতেই এগিয়ে তৃণমূল।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল