অ্যাপশহর

অপরিবর্তনশীল! BJP যোগের গুজব ওড়ালেন অরিন্দম

অরিন্দম শীলের বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। শেষপর্যন্ত সেই জল্পনায় জল ঢেলেছেন অরিন্দম নিজেই। স্পষ্ট জানিয়েছেন, গুজবের দায় নিতে রাজি নন। বাম-ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত হলেও পরে তৃণমূল শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বা়ড়ে।

EiSamay.Com 31 Jan 2021, 4:54 pm

হাইলাইটস

  • অরিন্দম শীলের BJP-তে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হল।
  • গত বছরই মারাত্মক অভিযোগ ওঠে পরিচালক অরিন্দমের দিকে।
  • একসময় বাম-ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন অরিন্দম।
EiSamay.Com Arindam Sil
ফাইল ছবি।
এই সময় ডিজিটাল ডেস্ক: পরিচালক অরিন্দম শীলের BJP-তে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হল। সৌজন্যে সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো অভিনেতা রুদ্রনীল ঘোষের একটি মন্তব্য। রবিবার হাওড়ার ডুমুরজলার সভায় যোগ দিতে এসে রদ্রনীল ঘোষ অরিন্দম শীলের BJP-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা ভাসিয়ে দেন। প্রতিক্রিয়া দিতে দেরি করেননি অরিন্দম। কিছুক্ষণের মধ্যেই টুইট করেন, ‘আমি কেবল সিনেমা এবং সিনেমাই বুঝতে পারি। এটাই আমি করি এবং সবথেকে ভালো বুঝি । আমি গুজবের দায় নিতে রাজি নই। রাজনীতিতে না এসেও ( বিশেষত আজকের দিনের রাজনীতিতে) আপনি সমাজে ছাপ ফেলতে পারেন। অন্য়ভাবেও অনেক কিছু করার আছে।’ পরে এই সময় ডিজিটালকে তিনি বলেন, ‘এরকম গুজবের দায় আমি কেন নেব। যাঁরা বলেছেন তাঁদেরই এই দায় নিতে হবে। এই নিয়ে যা বলার আমি আগেই বলেছি।'
রাজ্যে বিধানসভা ভোটের মুখে টালিগঞ্জের পরিচিত মুখদের নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই রুদ্রনীলের মতো বেশ কয়েকজন তৃণমূলের গুণগান ভুলে এখন পদ্মের পরশে মেতে উঠেছেন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা অরিন্দম শীলের পদক্ষেপও বাংলার রাজনৈতিক মহল তথা সংবাদমাধ্যমের নজরে।
লাল-সবুজ ঘুরে রুদ্রর মুখে এবার রং দে মোহে গেরুয়া
গত বছরই মারাত্মক অভিযোগ ওঠে পরিচালক অরিন্দমের দিকে। তাঁর বিরুদ্ধে আঙুল তুলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর দাবি ছিল, 'ভূমিকন্যা' ধারাবাহিকে কাজের অফার দিয়েছিলেন পরিচালক। প্রথম এপিসোডের চিত্রনাট্য পড়ার সময়েই নাকি তাঁর সঙ্গে অসংযত আচরণ করেন অরিন্দম। অন্তত অভিযোগ ছিল এমনটাই। একসময় বাম-ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন অরিন্দম। পরে তৃণমূল শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা সবারই জানা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল