অ্যাপশহর

আচমকা ঝড়-বৃষ্টিতে গাছ চাপা পড়ে মৃত্যু নিউটাউনে

বেশ কয়েকদিন ধরে পারদ ঊর্ধ্বমুখী ছিল। এদিন সকাল থেকেই আকাশ কালো করে প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সকালেই নেমে আসে অন্ধকার। সকালে তারুলিয়া কালী মন্দিরের কাছে একটি নারকেল গাছ উপড়ে পড়ে।

EiSamay.Com 21 Apr 2020, 1:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তীব্র দাবদাহের পরে স্বস্তি ফিরিয়ে দিয়েছিল ঝড়। সোমবার রাতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। এ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলে বিক্ষিপ্ত বৃষ্টি। সেই সঙ্গে চলে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবারও ঝকঝকে দিনের আলো আচমকাই উধাও হয়ে যায়। চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এ দিন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ কিলোমিটার।
EiSamay.Com নারকেল গাছ উপড়ে পড়ে
নারকেল গাছ উপড়ে পড়ে


এ দিন সকালে বৈশাখী ঝড়-বৃষ্টিতে শহরবাসী যখন স্বস্তি পেয়েছেন। তখন অন্যদিকে দুর্ঘটনা ঘটল নিউটাউনে। মঙ্গলবার সকালে তারুলিয়া কালী মন্দিরের কাছে ঝোড়ো হাওয়ার দাপটে একটি নারকেল গাছ উপড়ে পড়ে। সেই সময় সেখানে ছিলেন এক ব্যক্তি। নারকেল গাছটি তার উপর পড়তেই গুরুতর জখম হয়ে যান তিনি। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম গগন মণ্ডল। তিনি সেখানেই থাকতেন।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হবে।

আরও পড়ুন: বৈশাখী ঝড়ে আঁধার শহর, আগামী ৩ দিন রাজ্যজুড়ে চলবে ঝড়-বৃষ্টি!

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল