অ্যাপশহর

গরম থেকে মুক্তি দিতে বাংলায় ধেয়ে আসছে বৃষ্টি

দীর্ঘদিনের জ্বালাপোড়া ভ্যাপসা গরম থেকে মুক্তির আশা দেখাল আবহাওয়া দফতর...শীঘ্রই আসছে বৃষ্টি... শুধু উত্তর বা দক্ষিণই নয়, গোটা বাংলা জুড়েই হবে বৃষ্টিপাত

EiSamay.Com 30 Apr 2021, 8:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। তাপমাত্রা প্রায় ৪০ ছুঁই ছুঁই। জ্বালাপোড়া গরমে রাস্তায় বেরনো দায়। দাবদাহে অস্বস্তি লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। কিন্তু, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। গত কয়েকদিনে সন্ধের পর ঝোড়ো হাওয়াতেই স্বস্তি খুঁজতে হয়েছে শহরবাসীকে। এবার দুই বঙ্গের জন্যই সুখবর শোনাল আবহাওয়া দফতর।
EiSamay.Com rain 1


গরমের জ্বালাপোড়া থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ তারিখ অর্থাৎ রবিবার থেকেই শান্তির বারিধারায় ভিজতে চলেছে দুই বঙ্গ। টানা তিন চার দিন ধরে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৩ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।

আজ থেকে বাংলায় বন্ধ মল-সিনেমা হল, শর্তসাপেক্ষে বাজার খোলার অনুমতি

বৃষ্টির ফলে কমবে গরমও। আগামী সপ্তাহে স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে বাংলায়। ৩ এবং ৪ তারিখ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের সবজায়গায় বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হবে। এই বৃষ্টির সময় ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। এর ফলে গরম অনেকটাই কমে যাবে।আগামী ৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর