অ্যাপশহর

নোংরা জল শোধন করেই রাস্তা ও গাড়ি ধোয়া

রাস্তার ধারে থাকা পানীয় জলের কল হোক কিংবা শৌচালয়ের কল। রোজ সেই সব উৎস থেকে বেরোনো বিপুল পরিমাণ জল ব্যবহার করা হয় বাসন, পোশাক, গাড়ি ধোয়ার মতো কাজে। ব্যবহৃত ওই জল এ বার শোধন করে পুনর্ব্যবহারের পরিকল্পনা নিয়েছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ।

EiSamay.Com 24 Feb 2020, 12:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে থাকা পানীয় জলের কল হোক কিংবা শৌচালয়ের কল। রোজ সেই সব উৎস থেকে বেরোনো বিপুল পরিমাণ জল ব্যবহার করা হয় বাসন, পোশাক, গাড়ি ধোয়ার মতো কাজে। ব্যবহৃত ওই জল এ বার শোধন করে পুনর্ব্যবহারের পরিকল্পনা নিয়েছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ। সেই জন্য বসানো হবে একটি প্লান্টও।
EiSamay.Com water will be purified and used in cleaning cars and roads
নিউ টাউনে জল শোধনে নতুন প্লান্ট


এনকেডিএ-র এক কর্তা মঙ্গলবার বলেন, ‘জলের অপচয় রুখতেই এই পদক্ষেপ। তবে ব্যবহৃত জল শোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হবে না। মূলত সুলভ শৌচালয়, রাস্তাঘাট সাফাই করার ক্ষেত্রেই ব্যবহার করা হবে ওই জল। গাছের পরিচর্যাতেও ওই জল ব্যবহার করা হবে।’ ইতিমধ্যেই বহু দেশে জলের সঙ্কট দেখা দিয়েছে। সে কথা মাথায় রেখে আগামী দিনের জন্য এই পদক্ষেপ খুবই কার্যকর ভূমিকা নেবে বলে এনকেডিএ-র কর্তাদের দাবি।

সরকারি হিসেব অনুযায়ী, এখন রোজ গড়ে ৯২ লক্ষ গ্যালন জল লাগে নিউ টাউনে। রোজ নষ্ট হওয়া জলের পরিমাণ প্রায় ৪২ মিলিয়ন গ্যালন।

গত সপ্তাহে এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন-সহ কয়েক জন কর্তা বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ৩০০ একর জায়গা জুড়ে থাকা আবাসন ও দোকানে ব্যবহৃত জল শোধন করে তা দিয়েই বাগান পরিচর্যা থেকে শুরু করে শৌচালয় পরিষ্কার, রাস্তাঘাট সাফাই করা হচ্ছে। এমনকী, কর্নাটকের বেশ কয়েকটি সরোবরকেও দূষণের হাত থেকে বাঁচাতে আবাসনে ব্যবহৃত জলকে পরিস্রুত করে সেই জলাশয়ে ঢালা হচ্ছে। এই ভাবে মজে যাওয়া সরোবরকে বাঁচিয়ে তুলে সেটির জল আবার পরিস্রুত করা হচ্ছে পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য।

নিউ টাউনের জলাশয়গুলি অবস্থা অবশ্য এখনও খারাপ হয়নি। তবে লাগোয়া সল্টলেক সেক্টর ফাইভেও আগামী দিনে ‘বেঙ্গালুরু মডেল’ চালু করার ভাবনা রয়েছে। প্রসঙ্গত, নবদিগন্ত শিল্পতালুকেরও মাথায় রয়েছেন দেবাশিস সেন।

এনকেডিএ-র এক কর্তা বলছেন, ‘বেঙ্গালুরুতে জল অপচয় বন্ধ করার ওই প্রকল্পের কথা আমরা মাস দুয়েক আগেই শুনেছিলাম। এর পর আমরা সরেজমিনে গিয়ে তা দেখে এসেছি। ওই ধাঁচেই নিউ টাউনের মেলা প্রাঙ্গণে পাইলট প্রোজেক্ট হিসেবে একটি প্লান্ট তৈরি করা হবে।’ তিনি জানান, মেলা প্রাঙ্গণের আশপাশে থাকা বাড়ি, দোকানে ব্যবহার হওয়া জল নিকাশি নালায় পৌঁছনোর পর তা পাইপ লাইনের মাধ্যমে নিয়ে আসা হবে প্লান্টে। সেখানে ওই জল শোধন করা হবে।

এনকেডিএ-র অফিসারদের বক্তব্য, নিত্যদিন পানীয় জল হিসেবে যে জল সরবরাহ করা হয়, আমজনতা সেই জল অন্যান্য কাজেও ব্যবহার করেন। ফলে, বিপুল পরিমাণ জলের অপচয় হয়। কাজেই ওই ব্যবহৃত জল ফের ব্যবহারের উপযোগী করে তোলা গেলে রোজকার জলের চাহিদা অনেকটাই কমবে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল