অ্যাপশহর

কার্ফুর শহরে বাস-গাড়ি নামমাত্র, বায়ু তাই নির্মল

দূষণের মাত্রা সব চেয়ে কম ছিল রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ এলাকায়। ওখানে বাতাসের গুণমান সূচক ছিল ২৮। যা খুব ভালো। উত্তরে রবীন্দ্রভারতী, ময়দানে ফোর্ট উইলিয়াম ও ভিক্টোরিয়া, দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ ও যাদবপুরে বাতাসের গুণমান মাপার কেন্দ্রগুলোর রিপোর্ট বলছে, সব জায়গায় সূচক ছিল ৬০ এর নীচে। যা খুব ভালো।

EiSamay.Com 23 Mar 2020, 2:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সব কিছু খারাপ নয়। ভালোও আছে। অন্তত পরিবেশ তথা বাতাসের গুণমানের ক্ষেত্রে সুসংবাদ।
EiSamay.Com janta curfew
জনতা কারফিউ


করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর চেষ্টায় অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছেন না। যে কারণে কয়েক দিন ধরেই রাস্তায় লোকজনের সংখ্যা একটু একটু করে কমছিল। রবিবার জনতা কার্ফু-র জেরে কলকাতার রাজপথে বাস-গাড়ি বেরিয়েছিল হাতে গোনা। যানবাহন চলাচল থমকে যাওয়ার স্বাভাবিক জীবন বিপর্যস্ত হলেও অন্য দিকে আবার সুফল মিলেছে। বায়ু দূষণের মাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গিয়ে শহরের দূষণ সূচকগুলো ‘সবুজ’ হয়ে উঠল এ দিন।

আজ, সোমবার বিকেলে কলকাতা-সহ রাজ্যের সব ক’টি পুর এলাকায় কার্যত লকডাউন শুরু হচ্ছে। ফলে, আগামী এক সপ্তাহ কলকাতায় দূষণ সূচকগুলো সবুজ থাকারই সম্ভাবনা। রবিবার সন্ধ্যায় কলকাতায় বিভিন্ন অঞ্চলের বাতাসের গুণমান সূচক বলছে, শহরের অধিকাংশ জায়গায় বায়ুর গুণমান ছিল অনেকটাই ভালো।

বাতাসের গুণমান মাপা হয় হাওড়ার ঘুসুড়ি ও বেলুড়ে। ঘুসড়িতে বাতাসের গুণমান ছিল ৬০। যা ভালো। আবার বেলুড়ে গুণমান খুব ভালো। রাস্তায় যানবাহন চলাচল কম হওয়ার পাশাপাশি পুরসভার উদ্যোগে একাধিক রাস্তায় ধুলো কমাতে জল ছিটিয়ে দেওয়া হয়েছে। বাতাসের গুণমান ভালো হওয়ার এটাও অন্যতম কারণ।

তা ছাড়া, জনতা কার্ফুর জেরে শহরের ফুটপাথে খাবারের বহু দোকান বন্ধ ছিল। ওই সব দোকানের মধ্যে অধিকাংশ জায়গাতেই কয়লার উনুনে রান্না হয়। যার ফলে রান্নার ধোঁয়া বেরিয়ে বাতাসে বিষের পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু এ দিন বেশির ভাগ দোকানই বন্ধ থাকায় রান্নার ধোঁয়া ছিল অনেক কম।

কলকাতা ও হাওড়ার এই সব দূষণ মাপার জায়গায় শীতকালে বাতাসের যে রিপোর্ট পাওয়া যায়, সেখানে অনেক জায়গার সূচক খুব খারাপ, খারাপ, এমনকী উদ্বেগজনকও থাকে। মোটামুটি ভাবে সূচক তখন ১০১ থেকে ২০০ এর আশপাশে থাকে। ২০১৮ সালে একদিন শহরের সামগ্রিক সূচক ছিল উদ্বেগজনক ছিল।

গত এক বছরে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অবশ্য ধারাবাহিক পদক্ষেপ করেছে। তার ফলে বাতাসের দূষণ বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর এ বার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাবধানতা ও সতর্কতার জেরে বায়ু দূষণ হ্রাস পেল নজিরবিহীন মাত্রায়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল