অ্যাপশহর

কম দামে বিক্রি করা কঠিন, সল্টলেকে শুনল টাস্ক ফোর্স

টাস্ক ফোর্সের এক সদস্যের প্রশ্ন ছিল, ‘নিউ মার্কেটে তো পেঁয়াজ ১২০ টাকা, তাহলে আপনি ১৩৫ টাকায় বিক্রি করছেন কেন?’

EiSamay.Com 27 Nov 2019, 1:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টাস্ক ফোর্সের এক সদস্যের প্রশ্ন ছিল, ‘নিউ মার্কেটে তো পেঁয়াজ ১২০ টাকা, তাহলে আপনি ১৩৫ টাকায় বিক্রি করছেন কেন?’
EiSamay.Com Vegetable Price rice: Task force visiting Saltlake market
বাজারে টাস্ক ফোর্স।


মঙ্গলবার সকাল। সল্টলেকের সিএ মার্কেট। প্রশ্ন শুনে দোকানি এত টুকু না-ঘাবড়ে বললেন, ‘৮০ টাকায় কিনেছি। এর পর ঝাড়াই-বাছাই করার সময়ে প্রতি কেজিতে ১৫০ গ্রাম পেঁয়াজ বাদ। আনার খরচও আছে। এর পর আপনিই বলুন স্যার, কেমন করে এর চেয়ে কম দামে বিক্রি করব?’ পাশেই তখন ২২ টাকা কেজি দরে আলু কিনছিলেন ওই ব্লকের বাসিন্দা অনামিকা মজুমদার। ক্ষোভের সঙ্গে ওই মহিলা বলেন, ‘আলুর কেজি ২২ টাকা, পেঁয়াজের কেজি ১৩৫ টাকা! ২০ বছর ধরে বাজার করছি। এমনটা কোনও দিন দেখিনি। আপনারা একটু নজর দিন।’ টাস্ক ফোর্সের অন্যতম সদস্য কমলে দে বলছেন, ‘সল্টলেকের বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি নেওয়া হচ্ছে ১৩০-১৩৫ টাকা। যা সত্যিই বেশি। অসাধু কিছু ব্যবসায়ী পাইকারি বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার কারণেই খুচরো ব্যবসায়ীরা বেশি দাম নিতে বাধ্য হচ্ছেন।’ সব্জির দাম নিয়ন্ত্রণে না-আসা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সদস্যরা। সিএ মার্কেটের দোকানি নিখিল ভুঁইমালিকে টোম্যাটোর দাম জিজ্ঞেস করতে তিনি জানান, এক কেজি বিক্রি করছেন ৫৫ টাকায়। এত দামের পিছনে তাঁর যুক্তি, ঝাড়াই-বাছাই করতে গিয়ে অনেক বাদ দিতে হয়, বয়ে আনার খরচও আছে। নিখিলকে টাস্ক ফোর্সের সদস্যরা সাফ বলে দেন, নিউ মার্কেট, মানিকতলা বাজারে ৪০-৪৫ টাকায় টোম্যাটো বিক্রি হচ্ছে। তিনি যেন এর চেয়ে বেশি দামে টোম্যাটো বিক্রি না-করেন। নচেৎ ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় টাস্ক ফোর্স। সকাল ১০টা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে সিকে মার্কেটে যান টাস্ক ফোর্সের সদস্যরা। এখানে নিয়মিত বাজার করতে আসেন অশোক হালদার, তপন দত্তরা। দু’জনেই বলছিলেন, ‘শীত পড়লে সব্জির দাম কমে, এতদিন সেটাই দেখে এসেছি। এখন দেখছি উল্টো।’ বিক্রেতা মন্টু প্রামাণিক বলছেন, ‘পাইকারি বাজারে দাম কমলেও সঙ্গে সঙ্গে খুচরো বাজারে দাম কমবে না। কারণ, দোকান ভাড়া, পরিবহণ ও আলোর খরচ রয়েছে।’

পরের খবর