অ্যাপশহর

বাবার সঙ্গে ভিডিয়ো কলের পরে যাদবপুরের হস্টেল থেকে মরণঝাঁপ পড়ুয়ার

মৃত সুজন সামন্ত আদতে আসানসোলের বাসিন্দা। মেধাবী ছাত্র হিসেবে বিশেষ পরিচিতি ছিল তাঁর। উচ্চমাধ্যমিকে বেশ ভালো ফল করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভরতির সুযোগ পাওয়ার পরে গড়ফার প্রতাপগড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

EiSamay.Com 20 Dec 2019, 3:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবাকে ভিডিয়ো কল করে হস্টেলের ন'তলা থেকে ঝাঁপ দিলেন এক পড়ুয়া। মৃত ছাত্রের নাম সুজন সামন্ত। তিনি কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে প্রকাশ, বিগত বেশ কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন বছর উনিশের সুজন। যার জেরে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com suicide
প্রতীকী ছবি


জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সূবর্ণ জয়ন্তী ভবনের বাইরে হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ পান কয়েকজন পড়ুয়া। বাইরে বেরিয়ে এক এক কোণে মাটিতে রক্তাক্ত অবস্থায় সুজনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এর পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মারফৎ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। রক্তাক্ত ওই ছাত্রকে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সুজন সামন্ত


জানা গিয়েছে, মৃত সুজন সামন্ত আদতে আসানসোলের বাসিন্দা। মেধাবী ছাত্র হিসেবে বিশেষ পরিচিতি ছিল তাঁর। উচ্চমাধ্যমিকে বেশ ভালো ফল করেছিলেন। পরিবারের সঙ্গে গড়ফার প্রতাপগড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তদন্তে নেমে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। সে সময় জানা যায়, আত্মহত্যার আগে ভিডিয়ো কল করে বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলেন সুমন। সে সময় আত্মহত্যার কথা বলেন। এর আগেও একাধিকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এদিকে, আগামী জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। তার আগে এমন ঘটনা ঘটল। পুলিশ তদন্ত শুরু করেছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল