অ্যাপশহর

ক্যাব স্টিকার জাল করে লকডাউনেও অভিনব জালিয়াতি

ক্যাবের অত্যাবশ্যকীয় পরিষেবা অত্যন্ত জনপ্রিয়, তার মধ্যে জালিয়াতিও। অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ... নারকেলডাঙায় আটক ১, সতর্ক করছেন অপারেটররা...জেনে নিন কীভাবে চলছে জালিয়াতি

Ei Samay 21 May 2021, 2:54 pm
এই সময়: বৃহস্পতিবার সকালে ফোনটা এসেছিল। ফোনটা পেয়েছিলেন অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। কার্যত লকডাউন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ক্যাব চালু করার পর থেকেই ফোন আসার বিরাম নেই। তবে এ দিনের ফোনটা ছিল একেবারে আলাদা। অ্যাপ ক্যাব অপারেটরদেরই অন্য একটি সংগঠনের অফিস থেকে ইন্দ্রনীলকে ফোন করে জানানো হয়, নারকেলডাঙার কাছে এক জায়গায় ২ হাজার টাকায় ক্যাব অপারেটর্স গিল্ডের অত্যাবশ্যকীয় ক্যাব পরিষেবার স্টিকার বিক্রি হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ইন্দ্রনীল নিজেও কয়েক জনকে পাঠালেন অভিযুক্তদের পাকড়াও করতে। কিছুক্ষণের মধ্যেই নারকেলডাঙা থানার পুলিশকর্মীদের কাছে হাতেনাতে ধরা পড়ে এক জন।
EiSamay.Com uber-ride


মাত্র পাঁচ দিনেই জনপ্রিয় হয়েছে শহরের বিভিন্ন অ্যাপ ক্যাব অপারেটরদের চালু করা এসেন্সিয়াল সার্ভিস বা অত্যাবশ্যকীয় পরিষেবা। রাজ্যে কার্যত লকডাউন জারি হওয়ার পর নিতান্ত দায়ে পড়ে যাঁদের পথে বেরোতে হচ্ছে, তাঁদের সুবিধের জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই বিশেষ পরিষেবা চালু করেছেন অ্যাপ ক্যাব অপারেটররা।

কলকাতায় ফ্রিতে যাত্রীদের COVID টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাবে Uber!

অপারেটররা জানাচ্ছেন, গাড়ি রেট কী হবে, সেটা যেহেতু আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে, তাই পুরো ব্যাপারটাই স্বচ্ছ। বহু মানুষ এই সুবিধে নিচ্ছেন। তবে তার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু গাড়িচালক বিভিন্ন অপারেটর সংস্থার স্টিকার জাল করা শুরু করেছেন বলে জানাচ্ছে অপারেটর সংগঠনগুলো। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, 'গাড়িতে এসেন্সিয়াল সার্ভিস স্টিকার দেখে মানুষ ভরসা করে ওই গাড়ি ভাড়া করছেন এবং না-বুঝে বেশি পয়সা দিচ্ছেন। অসহায়তার সুযোগ নিয়ে এমন ব্যবসা করা যাবে না। আমরা পুলিশকে জানিয়েছি। এক জন ধরাও পড়েছে। এই চক্রে আরও কেউ আছে কি না, তার খোঁজ চলছে।'

কলকাতার মধ্যেই চার ঘণ্টার জন্য ৮০০ টাকা, ২ ঘণ্টার জন্য ২০০ টাকা। দূরত্বের হিসেবে প্রথম ৫ কিলোমিটারের জন্য ২০০ টাকা, প্রথম ১০ কিলোমিটার ৩০০ টাকা এবং তার পর প্রতি কিলোমিটারের জন্য ২৫ টাকা করে- আপাতত এই রেটেই অত্যাবশ্যকীয় পরিষেবা দিচ্ছেন অ্যাপ ক্যাব অপারেটররা। স্বাস্থ্য, ব্যাঙ্ক, প্রশাসনিক কাজ এ সবের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন তাঁদের পরিচয়পত্র দেখিয়ে এই পরিষেবা নিতে পারছেন।

শিয়ালদা-নিউটাউন, ট্যাক্সির ভাড়া ৫ হাজার!

অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডের তরফে ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলছেন, 'গত পাঁচ দিনে টিকা নিতে যাওয়ার জন্য বহু মানুষ ক্যাব বুক করেছেন। তা ছাড়া, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা তো নিয়মিতই গাড়ি চাইছেন।' কলকাতা ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেটর্স ইউনিয়নের তরফে মহম্মদ মনুর বক্তব্য, 'বিমানবন্দরে যেতেও অনেকে গাড়ি বুক করছেন। দূরপাল্লার ট্রেন থেকে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে বাড়ির লোক বা আত্মীয় কেউ নামলে তাঁদের আনতে গাড়ি চাইছেন।' তা ছাড়া, বহু অসুস্থ মানুষ গাড়ি বুক করছেন চিকিৎসকের কাছে যেতেও।

52% অ্যাপসই গ্রাহক-তথ্য পাচার করে! চাঞ্চল্যকর তালিকায় কারা? জানুন

যে কারণে কলকাতা ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেটর্স ইউনিয়নের ৯৮৭৪৪০৪০৪০, ৯৬৭৪০০০৮৫৮, ৯৭৪৮৪৬৩২৩৭ ও ৯০০৭৭৭৪১১৬ এবং অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডের ৮৯১০০৭৯২১২ এবং ৯৮০৪৪৫৮০৪৫ নম্বর দু'টি এখন প্রায় সারা দিনই ব্যস্ত।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল