অ্যাপশহর

সারদা কেলেঙ্কারিতে CBI জেরার মুখে সুব্রত

সারদা চিটফান্ড মামলায় তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সিকে সোমবার ফের একবার জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই। জেরা শেষে সিবিআইয়ের কলকাতা দফতর থেকে বেরিয়ে, সাংবাদিকদের এড়িয়ে যান সুব্রত। সংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, বিষয়টি 'বিচারাধীন' বলে কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূলের সাধারণ সম্পাদক।

EiSamay.Com 10 Dec 2018, 9:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সারদা চিটফান্ড মামলায় তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সিকে সোমবার ফের একবার জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই।
EiSamay.Com subrata-bakshi


জেরা শেষে সিবিআইয়ের কলকাতা দফতর থেকে বেরিয়ে, সাংবাদিকদের এড়িয়ে যান সুব্রত। সংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, বিষয়টি 'বিচারাধীন' বলে কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূলের সাধারণ সম্পাদক।

সিবিআইয়ের তাঁকে সমন পাঠানোর কারণ জানতে চাইলে বলেন, দল সংক্রান্ত বিষয়ে তাঁর কাছ কিছু প্রশ্ন ছিল সিবিআইয়ের। বক্সির বক্তব্য, সিবিআইয়ের জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। বরং এতে দল আরও মজবুত হবে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল