অ্যাপশহর

BJP কোটি টাকা দিয়ে রাজনৈতিক কুমড়ো কিনছে: মদন

বাংলা একসময় তরমুজের রাজনীতি দেখেছে। এবার পালা কুমড়োর রাজনীতির। কিছুদিন আগেই 'ওহ লাভলি' গানের বানে সদ্য BJP-তে যোগ দেওয়া নেতাদের একহাত নিয়েছিলেন Madan Mitra। এবার অর্জুন সিংয়ের গড়ে দাঁড়িয়ে কী বার্তা দিলেন তিনি? পড়ুন...

EiSamay.Com 13 Feb 2021, 2:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: 'দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, ভাটপাড়া মাঙ্গোকে তো চিড় দেঙ্গে', বিধানসভা নির্বাচনের আগে অর্জুন সিংয়ের এলাকায় দাঁড়িয়ে কার্যত হুঙ্কার দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। এর আগে 'ওহ লাভলি' গানের সুরে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন। সরাসরি মোদী-শাহকে কটাক্ষ করে কুমড়োর ঘ্যাঁট খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সবটাই দূর থেকে। এবার ভাটপাড়ায় গেলেন। প্রকাশ্যে কুমড়ো কাটলেন এবং এলাকাবাসীদের তা রেঁধে বেড়ে খাওয়ালেনও। বিরক্তির ছলে নিজের পাতের কুমড়ো ফেলে দিতেও দেখা গেল তৃণমূল নেতাকে। তাঁর কথায়, 'এই ঘ্যাঁট তৈরি হয়েছে BJP-র জন্য। ভাটপাড়াকে ঘেঁটে চচ্চড়ি করে দিয়েছিল তারা। তাই আমার মতে, ঘ্যাঁট খাওয়ানোর আদর্শ জায়গা এটাই।'
EiSamay.Com Madan Mitra
ভাটপাড়ায় প্রকাশ্যে কুমড়ো কাটলেন মদন মিত্র।


শুক্রবার ভাটপাড়া থেকেই 'ওহ লাভলি' গানের ভিডিও প্রকাশ করলেন মদন। BJP-কে কটাক্ষ করে বললেন, 'BJP-র চরিত্র টাকা খরচ করে বাজার থেকে কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, মুলো কেনা। মানুষ যখন চাল চাইছে, তাঁরা দিচ্ছে চাল কুমড়ো। দু’কোটি মানুষকে চাকরি দেওয়ার কথা। ১৫ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রতিশ্রুতি কোথায়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে দিয়েছেন। স্কুলে কম্পিউটার পৌঁছে দিয়েছেন। এদিকে BJP কোটি টাকা দিয়ে শুধুই রাজনৈতিক কুমড়ো কিনছে।’

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই এই ভিডিওর শুটিং করতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়দের কুমড়োর সঙ্গে তুলনা করেছিলেন মদন। এবার মদনের টার্গেট, অর্জুন সিং, মুকুল রায়রা। মদন বলেন, 'আমার গানে ফেঁসে গেল কালিরামের ঢোলের সুর রয়েছে। ভাটপাড়ার ছেলেরা অনুরোধ করেছিল, ওখানে ফেঁসে গেল অর্জুন সিং, মুকুল রায়, BJP-র ঢোল। কিন্তু, ভদ্রতার খাতিরেই আমি তা করিনি।'

কুমড়োর ঘ্যাঁট রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন মদন মিত্র।


২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় এই ভাটপাড়াতেই মদন মিত্রের কনভয় লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, '২০১৯ সালে যে লড়াইটা শুরু করেছিলাম, সেটা কিন্তু আমি ছাড়িনি। আশা ভোঁসলের একটা গান আছে, মেরা কুছ সামান তুমহারে পাস পরা হ্যায়। আমারও কিছু সামান এই ভাটপাড়ায় পড়ে আছে। আমার অপমান, দলের ক্ষতি, আমার দলের ছেলেদের খুন, তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে ঘরছাড়া করা, এসব আমার মনে আছে।'


এবারের নির্বাচনী যুদ্ধে যে চিত্রটা বদলে যেতে চলেছে সেই বার্তা দিয়ে তিনি আরও বলেন, 'তৃণমূলের জয়ে ভাটপাড়া উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এবারে উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনের মধ্যে ৩৩ এবং ব্যারাকপুরের সাতটি আসনের সবই তৃণমূল কংগ্রেস দখল করবে।'

এদিকে ভিডিও প্রকাশের আগেই সোশ্যাল মিডিয়া দাপাচ্ছে মদনের 'ওহ লাভলি'। সে প্রসঙ্গে তাঁর সহাস্য প্রতিক্রিয়া, 'এই প্রথমবার গান গাইলাম। এই গানে যে রূপক ব্যবহার করে অনেক কিছুই বলা আছে তা সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে বলেই আমার মত।'

এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।
সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল