অ্যাপশহর

বিধানসভায় ৪২ সাংসদের ভোট, প্রশ্ন তাপসে

তাপস পাল আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন৷ আদালতের নির্দেশের উপরেই রাষ্ট্রপতি নির্বাচনে এই তৃণমূল সাংসদের ভোটদান নির্ভর করছে৷

Ei Samay 16 Jul 2017, 11:06 am
এই সময়: তাপস পাল আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন৷ আদালতের নির্দেশের উপরেই রাষ্ট্রপতি নির্বাচনে এই তৃণমূল সাংসদের ভোটদান নির্ভর করছে৷ সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে রাজ্যের মোট ৪২ জন সাংসদ ভোট দিতে চলেছেন৷ কিন্ত্ত সেই তালিকায় তাপসের উপস্থিতি একান্ত ভাবেই নির্ভর করছে আদালতের নির্দেশের উপরে৷
EiSamay.Com tomorrow is the presidential election 42 parliamentary votes in the assembly but what about tapas pal
বিধানসভায় ৪২ সাংসদের ভোট, প্রশ্ন তাপসে


শনিবার মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠকে বিধানসভার সচিব জে কোলে এবং রাষ্ট্রপতি নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধৃতিরঞ্জন পাহাড়ি তাপস পালের ভোটাভুটি নিয়ে এই ব্যাখ্যাই দিয়েছেন৷ তাপস ভোট দিতে পারবেন কি না --এই প্রশ্নের উত্তরে জে কোলে বলেন , ‘উনি কোর্টের কাস্টডিতে রয়েছেন ফলে কোর্ট এই বিষয়ে ইন্সট্রাকশন দেবে৷ আমরা এখনও কোর্টের কোনও ইন্সট্রাকশন পাইনি৷ ’ তবে তৃণমূল সূত্রের খবর , তাপসের ভোটদানের সম্ভাবনা প্রায় নেই৷ কারণ আবেদনের রাস্তাতেই যাননি তিনি৷ তাপসের ভোটদানের সম্ভাবনা প্রায় না -থাকলেও বিধানসভায় এই রাজ্যের মোট ৪২ জন সাংসদ ভোট দেবেন৷ এর মধ্যে রয়েছেন লোকসভার ৩১ জন এবং রাজ্যসভার ১১ জন সাংসদ৷

তালিকায় ঠিক কারা রয়েছেন , এই প্রশ্নে বিধানসভার সচিবের জবাব , ‘লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৪২ জন সাংসদ রাজ্য বিধানসভায় ভোটদানের আবেদন করেছেন৷ কিন্ত্ত সেই আবেদন বন্ধ খামে রয়েছে৷ সোমবার সকালে আবেদনপত্র খোলা হবে৷ ’ এ ছাড়া ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ এখানে ভোট দেবেন৷ চিকিত্সার কারণে তিনি কলকাতায় রয়েছেন৷ রাজ্যের ২৯৪ জন বিধায়কও ভোট দেবেন এখানে৷ এই ভোটগ্রহণ ঘিরে বিধানসভায় এখন সাজসাজ রব৷ আজ , রবিবার নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ভোটগ্রহণ প্রস্ত্ততি দেখতে আসবেন৷ বিধানসভার অধিবেশন কক্ষে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা থেকে সংবাদমাধ্যমের জন্য স্থান নির্ধারণের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে৷ সাফাইয়ের কাজ ছাড়াও মশা তাড়ানোর জন্য কামান এনে ধোঁওয়াও দেওয়া হয়েছে বিধানসভার অভ্যন্তরে৷

করিডর , লবিতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনামা সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টার দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ব্যালট -বক্স চলে এসেছে৷ যে বিশেষ কলম ব্যবহার হবে ভোটগ্রহণে , তা-ও চলে এসেছে৷ ভোটগ্রহণের পর মঙ্গলবার সকালের বিমানে সিল করা ব্যালট -বক্স দিল্লি চলে যাবে৷ ব্যালট -বক্সের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনীত প্রতিনিধি থাকতে পারবেন৷ ভোটের দিনও প্রার্থীদের এক জন করে প্রতিনিধি বিধানসভায় থাকতে পারবেন৷ যাত্রাপথে ব্যালট বক্সের নিরাপত্তা সিআইএসএফের হাতে থাকলেও বিধানসভার অভ্যন্তরে সশস্ত্র কলকাতা পুলিশই নিরাপত্তায় থাকবে৷ সেই নিরাপত্তা ব্যবস্থা আজ নির্বাচন কমিশনের পর্যবেক্ষক খতিয়ে দেখবেন৷ কাল রাষ্ট্রপতি নির্বাচন প্রণব মুখোপাধ্যায়ের পর কে ? জল্পনা চলছে তারই৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল