অ্যাপশহর

তোলাবাজি (দেখা)

তোলাবাজির প্রতিবাদকরে আক্রান্ত নেতাএই সময়, বাসন্তী: এলাকার খাস জমি দখল করে দীর্ঘদিন ধরেই চলছিল তোলাবাজি। তার প্রতিবাদ করায় তৃণমূলের মূল সংগঠনের ...

EiSamay.Com 10 May 2020, 9:00 am

তোলাবাজির প্রতিবাদ

করে আক্রান্ত নেতা

এই সময়, বাসন্তী: এলাকার খাস জমি দখল করে দীর্ঘদিন ধরেই চলছিল তোলাবাজি। তার প্রতিবাদ করায় তৃণমূলের মূল সংগঠনের এক কর্মীকে লক্ষ করে গুলি ও বোমা ছোড়ার পাশাপাশি কোপ মারার অভিযোগ উঠলে এলাকার যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বোমা-গুলির হামলায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী আরজেদ শেখ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা এলাকার রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের হোগলডুগরিতে। আরজেদ শোখের বাড়ি দক্ষিণ রামচন্দ্রখালির মাহাকুড় পাড়ায়। আক্রান্তের পরিবারের দাবি, এলাকার যুব তৃণমূল নেতা সাবির শেখ দীর্ঘদিন ধরেই এলাকায় খাস জমির দখলদারি নিয়ে তোলাবাজি চালাত। আরজেদ শেখ তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে খুনের চেষ্টা করে।

শনিবার হোগলডুগরি থেকে যখন আরজেদ শেখ বাড়ি ফিরছিলেন, তখন আচমকাই জনা দশেক যুব তৃণমূল কর্মী তাঁকে লক্ষ করে বোমা ছোড়ে বলে অভিযোগ। তখন ছ'রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। আরজেদের ডান হাতে গুলি লাগে। মাথায় ধারালো অস্ত্রের কোপও মারা হয়। বোমাবাজির আওয়াজে স্থানীয়রা বেরিয়ে আসতেই আততায়ীরা পালিয়ে যায়।

গুরুতর জখম আরজেদকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় ছ'টি সেলাই পড়েছে। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরের খবর