অ্যাপশহর

কুকুরের প্রতি আচরণ শেখাতে লিফলেট বিলি

বিশ্বাসী জীব হিসেবে কুকুরের বিকল্প নেই৷ কিন্ত্ত সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা যাচ্ছে, সেই বিশ্বাসী জীবকেই নির্বিচারে মারা হচ্ছে৷

EiSamay.Com 18 Jun 2017, 1:08 pm
এই সময়: বিশ্বাসী জীব হিসেবে কুকুরের বিকল্প নেই৷ কিন্ত্ত সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা যাচ্ছে, সেই বিশ্বাসী জীবকেই নির্বিচারে মারা হচ্ছে৷ যেমন, দক্ষিণ শহরতলির পাটুলিতে বিষ দিয়ে একের পর এক কুকুরকে হত্যা করা হয়েছে৷ এরই বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পথকুকুর ও গৃহপালিত পশুদের ক্ষেত্রে মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত, তা নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে রীতিমতো লিফলেট বিলি করে৷ এই উদ্যোগে সামিল হয়েছেন স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত৷
EiSamay.Com to teach dog behavior some people distribute leaflets
কুকুরের প্রতি আচরণ শেখাতে লিফলেট বিলি


কী রয়েছে এই লিফলেটে? পশু রক্ষার্থে যে বিল তৈরি হয়েছে, তার বিশেষ অংশগুলো তুলে দেওয়া হয়েছে এই লিফলেটে৷ কুকুরদের কেউ ট্যাক্সিতে তুলতে না-চাইলে তাদেরও শাস্তি হতে পারে৷ উচ্ছিষ্টভোগী পথকুকুরদেরও সসম্মানে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হয়েছে আইনে৷ তাদের উপর অত্যাচার করলে শাস্তির বিধানও রয়েছে আইনের নির্দিষ্ট ধারায়৷ পথকুকুরদেরও যে সেবা পাওয়ার অধিকার আছে, সে কথাও বলা হয়েছে৷ যাঁরা পথকুকুরদের সেবা করেন, তাঁদেরও যে সমাজসেবীর সম্মান দেওয়া হবে, তেমন তথ্যেরও উল্লেখ রয়েছে লিফলেটে৷ লেখা হয়েছে, বিভিন্ন হাউসিংয়ে ফ্ল্যাট বিক্রির চুক্তিপত্রে পোষ্য রাখা যাবে না৷

সম্প্রতি রাস্তার কুকুরদের প্রতি সহমর্মী হওয়ার বার্তা দিতে পাটুলিতে এসে দেবশ্রী রায় ওই ধরনের চুক্তি নিয়ে উষ্মা উগরে দেন৷ আইনে এই ব্যবস্থাকে অপরাধ হিসেবেই দেখা হবে বলে জানিয়েছিলেন পশুপ্রেমী দেবশ্রী৷
যে স্বেচ্ছাসেবী সংগঠন মূলত লিফলেট বিলি করছে, তার পক্ষে পক্ষে সুমন্ত সরকার জানিয়েছেন, কুকুরদের নির্বীজকরণের ব্যবস্থাও করবেন তাঁরা৷ কারণ পাটুলিতে পথকুকুরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে অভিযোগ রয়েছে অনেক বাসিন্দারই৷ মনোবিদ পিয়া নন্দী জানিয়েছেন, ‘সামাজিক নানা হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এ ভাবে পশুদের উপর চড়াও হয়৷ নিঃশব্দে বিষ দিতেও তারা দ্বিধা করে না৷’ তবে প্রচারে সামান্য হলেও ফল মিলবে বলে আশাবাদী তিনি৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল