অ্যাপশহর

১৯ জানুয়ারি পর্যন্ত ধর্মতলায় চলবে তৃণমূলের ধরনা

শাসকদল স্পষ্ট করে দিতে চাইছে, তারা রাস্তার ধরনা থেকে সহসা উঠছে না। দলের বিভিন্ন শাখা ঘুরিয়ে-ফিরিয়ে ধরনা চালাবে। দলনেত্রী টিএমসিপির ধরনা মঞ্চে আগেই ঘোষণা করেছেন, 'আমি মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারতে আসব।' দলের তরুণদের উজ্জীবিত করতে তিনি পর পর কয়েক দিন গিয়েছেন ধরনা মঞ্চে।

EiSamay.Com 18 Jan 2020, 3:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্মতলায় তৃণমূলের এনআরসি-সিএএ-বিরোধী ধরনা দীর্ঘমেয়াদি হতে চলেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রদের ধরনা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। তার পর ২০ জানুয়ারি থেকে টানা সাত দিন ওই একই জায়গায় ধরনায় বসবে মহিলা তৃণমূল। ২৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের ছাত্র-যুব কর্মশালার আগে তাঁদের প্রস্তুতির ব্যাপার আছে। তাই ১৯ তারিখ থেকে দলের ছাত্র-যুবদের মূল কাজ হবে কর্মশালার জন্য তৈরি হওয়া। ছাত্ররা ৩১ জানুয়ারি থেকে ফের ধরনায় বসবে, কিন্তু তার আগে ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত ধরনা চালাবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
EiSamay.Com caa 2


সুতরাং, শাসকদল স্পষ্ট করে দিতে চাইছে, তারা রাস্তার ধরনা থেকে সহসা উঠছে না। দলের বিভিন্ন শাখা ঘুরিয়ে-ফিরিয়ে ধরনা চালাবে। দলনেত্রী টিএমসিপির ধরনা মঞ্চে আগেই ঘোষণা করেছেন, 'আমি মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারতে আসব।' দলের তরুণদের উজ্জীবিত করতে তিনি পর পর কয়েক দিন গিয়েছেন ধরনা মঞ্চে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল