অ্যাপশহর

বাংলার জন্য ভ্যাকসিন চেয়ে মোদীকে চিঠি সুদীপের

পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পাচ্ছে না বাংলা... অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের তরফে... মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার চিঠি লিখলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

EiSamay.Com 21 Jul 2021, 9:01 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের চিঠি। এবার কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাকসিন বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভায় দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে দাবি করেছেন, 'স্বাস্থ্য মন্ত্রক জুলাই মাসে প্রত্যেক রাজ্যের জন্য ৭৩ লাখ টিকার ডোজ বরাদ্দ করেছেন । কিন্তু, সেখানে বাংলা ১৫ জুলাই পর্যন্ত মাত্র ২৩ লাখ Covid Vaccine Dose পেয়েছে।' করোনা মোকাবিলায় টিকাকরণের সংখ্যা দ্রুত বাড়ানোর জন্য বরাদ্দ বাড়ানোর আর্জি জানিয়েছেন সাংসদ।
EiSamay.Com modi sudip


Vaccine Second Dose-এর ক্ষেত্রে বাংলাই সবথেকে এগিয়ে। তা সত্ত্বেও এ রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। গত সপ্তাহে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন 'ভ্যাকসিনেশনে (Corona Vaccine) বাংলা অনেকটাই এগিয়ে। আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। তা সত্ত্বেও দ্বিতীয় ডোজের টিকাকরণের ক্ষেত্রে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভালো।' টিকার বরাদ্দ বৃদ্ধির জন্য তিনিও চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে বলে জানান।



গত বুধবার মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে ১৪ কোটি ভ্যাকসিনের ডোজের প্রয়োজন রয়েছে। আমরা পেয়েছি মাত্র ২ কোটি ১২ লাখ ডোজ। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনও উত্তর পাওয়া যায়নি। আজ ফের একটি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে। যদিও এরও উত্তর পাবনা জানি।' রীতিমতো আক্ষেপের সুরেই মমতা বলেন, 'বাংলাকে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। বদলে অন্য রাজ্যকে বেশি করে দেওয়া হচ্ছে।' কোভিড মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রশংসা করায় মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, 'সকলেই জানেন উত্তরপ্রদেশে কী ঘটনা ঘটেছে। কোভিডে দেহ গঙ্গার জলে ভেসে এসেছে। গঙ্গার পবিত্র জল দূষিত হয়েছে।'

উল্লেখ্য, স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ২০ জুলাই পর্যন্ত রাজ্যে এখনও পর্যন্ত ২,৬০,৪২,১১৯ জনের টিকাকরণ সম্পূর্ণ। টিকার প্রথম ডোজ পেয়েছেন ১,৮৪, ৪১, ৬৩৮। টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৬,০০,৪৮১। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। সোমবার সংখ্যাটা ছিল ৬৬৬। সবমিলিয়ে এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জন।রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। গতকাল কলকাতাতে কোভিড মৃত্যু শূন্য থাকলেও গত ২৪ ঘণ্টায় কলকাতাতে করোনা প্রাণ কেড়েছে ১ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫০৯ জন এবং সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল