অ্যাপশহর

Firhad Hakim : ওয়ার্ড অফিসে তালা, ফিরহাদ বসে রাস্তাতেই

তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র ডাক পাঠানোয় ওয়ার্ড অফিসে গিয়েও তালাবন্ধ দেখে বাইরে বসতে হল মেয়র ফিরহাদ হাকিমকে।

হাইলাইটস

  • বিধানসভার কাউন্সিলরদের সোমবার বিকেলে 68 নম্বর ওয়ার্ড অফিসে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়।
  • বিধায়কের কথামতো এসে কাউন্সিলররা দেখেন, ওয়ার্ড অফিস তালাবন্ধ।
  • ওয়ার্ড অফিসের বাইরে কিছুক্ষণ বসেই বেরিয়ে যান ফিরহাদ।
Firhad Hakim Vs Amartya Sen : 'বিশ্বভারতীর ভিসি একটা পাগল', কটাক্ষ ফিরহাদের
এই সময়: বালিগঞ্জ বিধানসভার কাউন্সিলরদের সোমবার বিকেলে ৬৮ নম্বর ওয়ার্ড অফিসে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিধায়কের কথামতো এসে কাউন্সিলররা দেখেন, ওয়ার্ড অফিস তালাবন্ধ। যদিও ওই এলাকার তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে সেখানে দেখা যায়নি। বিধায়কের বার্তা পেয়ে বৈঠকে আসা এক কাউন্সিলরের বক্তব্য, 'মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) আসবেন জেনে সকলেই প্রায় এসেছিলেন।' মেয়র এসেও দেখেন একই পরিস্থিতি। ওয়ার্ড অফিসের বাইরে কিছুক্ষণ বসেই বেরিয়ে যান ফিরহাদ।
Babul Supriyo News: বীরভূমে দুর্ঘটনার কবলে বাবুলের কনভয়, কেমন আছেন মন্ত্রী?
এর পিছনে অনেকেই গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখলেও বাবুল সংবাদমাধ্যমে দাবি করেছেন, 'ওয়ার্ড অফিস নিয়ে কোনও দ্বন্দ্বও নেই। মেয়র ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাই বসে একটু কথা বলেছেন।' এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি সুদর্শনা। কাঁকুলিয়ার কাছে একটি আগুন লাগার খবর পেয়েই সেখানে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। তাই আসতে পারেননি বলে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে দাবি।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল