অ্যাপশহর

প্রয়াত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা, খবর পেয়েই ছুটে গেলেন অভিষেক

প্রয়াত দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা... বয়েস হয়েছিল ৯১ বছর... শিবানী দেবীর মৃত্যুর খবর পেয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা...

EiSamay.Com 13 Jun 2021, 7:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯১ বছর। খবর পেয়েই মহাসচিবের নাকতলার বাড়িতে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানাতে পৌঁছান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
EiSamay.Com partha chatterjee


জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন শিবানী দেবী। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর বার্ধক্যজনিত অসুস্থতাই তাঁর মৃত্যুর কারণ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীরা শিল্পমন্ত্রীর বাড়িতে যান।এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোকজ্ঞাপনে আসেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। করোনা পরিস্থিতিতে এই শোকের পরিবেশে যাতে নেতা-কর্মীরা অযথা ভিড় না জমান তাঁর দিকেও নজর রাখা হয়েছে। রবিবারই কেওড়াতলা মহাশ্মশানে পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে খবর।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল