অ্যাপশহর

পর্যটকদের জন্য নয়া অ্যাপ আনছে রাজ‍্য সরকার

রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন জায়গায় ঘুরতে এসে পর্যটকেরা যাতে হয়রানির মধ্যে না পড়েন, তার জন্যই এই অ্যাপ। সরকারি একটি সূত্র জানাচ্ছে, ট্রেন, বাস, বিমানের টিকিট কাটা থেকে রাজ্য সরকারের পর্যটন লজ, হোম স্টে বুকিং-- এই অ্যাপ থেকেই করতে পারবেন পর্যটকেরা।

EiSamay.Com 8 Jan 2020, 11:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশ-বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখে নয়া অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। হোটেল বুকিং থেকে গাড়ি বুক-- সবকিছুর সুবিধে থাকবে এই অ্যাপে। রাজ্যের কোন জায়গায় কী কী দর্শনীয় স্থান রয়েছে, সেসবের উল্লেখের পাশাপাশি সংক্ষিপ্ত ইতিহাসও থাকবে নতুন অ্যাপটিতে।
EiSamay.Com Capture


রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন জায়গায় ঘুরতে এসে পর্যটকেরা যাতে হয়রানির মধ্যে না পড়েন, তার জন্যই এই অ্যাপ।

সরকারি একটি সূত্র জানাচ্ছে, ট্রেন, বাস, বিমানের টিকিট কাটা থেকে রাজ্য সরকারের পর্যটন লজ, হোম স্টে বুকিং-- এই অ্যাপ থেকেই করতে পারবেন পর্যটকেরা।

এনআরসি এবং সিএএ-আন্দোলনের প্রভাব রাজ্যের পর্যটনে পড়েনি বলেই দাবি করেছেন পর্যটন সচিব। তিনি আশাবাদী, বিদেশি পর্যটকেরা এই অ্যাপ থেকে উপকৃত হবেন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল