অ্যাপশহর

এনআরসিতেই মুখোশ খুলেছে ওদের, নাম না করে BJP-কে তোপ মমতার

এনআরসি ইস্যুতে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ট্যুইটারে​​ মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এনআরসি থেকে অনেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু এনআরসি ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে। দেশের কাছে এবার এদের জবাব দিতে হবে।'

EiSamay.Com 1 Sep 2019, 2:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত NRC তালিকা। এই তালিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খোদ বিজেপির অন্দরে। এই এনআরসি অসমকে বিদেশিমুক্ত করতে পারবে না বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন খোদ অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই প্রেক্ষাপটে এনআরসি ইস্যুতে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ট্যুইট করে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
EiSamay.Com mamata banerjee


মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এনআরসি থেকে অনেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু এনআরসি ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে। দেশের কাছে এবার এদের জবাব দিতে হবে। সমাজ ও বৃহত্তর দেশের ভালোর পরিবর্তে যখন কেউ অসৎ উদ্দেশে কোনও কাজ করে তখন এমনই হয়।'


এনআরসি প্রক্রিয়ার কারণে বহু মানুষকে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাঁদের উদ্দেশে মমতা লিখেছেন, 'অব্যবস্থায় ভরা এই প্রক্রিয়ার কারণে যাদের প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে, বিশেষত সেই বিপুল সংখ্যক বাংলাভাষী ভাইবোনদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে।'

শনিবার সকালে প্রকাশিত হয় অসমের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা। এই বার ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্তি হয়েছে। এর মধ্যে বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষের নাম। গত বছরের ৩০ জুলাই NRC-র খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লক্ষ আবেদনকারীর নাম। এই তালিকায় নাম না থাকলেই তিনি 'বিদেশি' বলে গণ্য হবেন না। ফরেনার্স ট্রাইব্যুনাল, তার পর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ থাকছে।

আরও পড়ুন: 'আমিও বহিরাগত', NRC ইস্যুতে কেন্দ্রকে তোপ অধীরের

এদিকে এনআরসি-র চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিমন্ত বিশ্বশর্মার মতো অসমের প্রথম সারির বিজেপি নেতা। কোনও রাখঢাক না রেকেই অসমের অর্থমন্ত্রী বলেছেন, 'বর্তমানে যে নাগরিকপঞ্জী তৈরি হচ্ছে তাতে আমার কোনও আশা নেই। খসড়া তালিকা তৈরি হওয়ার সময় থেকেই তা বলছি। প্রকৃত নাগরিকরা বাদ পড়ছেন। তাহলে কীভাবে মেনে নেব এটি রাজ্যের মানুষদের ভালোর জন্য তৈরি হয়েছে?'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল