অ্যাপশহর

টাকা দেয়নি কেন্দ্র, অথৈ জলে মত্স্য প্রকল্প

মান্দাপাম থেকে এসে গিয়েছে কোবিয়ার চারা৷ সে রাতেই তা ছাড়া হয়েছে হেনরিজ আইল্যান্ডে৷

EiSamay.Com 6 May 2017, 12:30 pm
এই সময় : মান্দাপাম থেকে এসে গিয়েছে কোবিয়ার চারা৷ সে রাতেই তা ছাড়া হয়েছে হেনরিজ আইল্যান্ডে৷ কোবিয়ার হ্যাচারির জন্য প্রকল্প অনুমোদিত হয়েছে আগেই৷ অপারেশন ব্লু রেভলিউশন প্রকল্পে তার জন্য ২ কোটি ৬৪ লাখ টাকা অনুমোদন করেছে কেন্দ্র৷ যদিও , সে টাকা এখনও আসেনি৷ জ্যান্ত মাছ শহরের বাজারে সরবরাহের জন্য ১১টি বিশেষ গাড়ির প্রস্তাব রাজ্য মত্স্য উন্নয়ন নিগমের তরফে পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে৷ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় সেই প্রকল্পটি অনুমোদিত হয়েছে৷ এখনও পর্যন্ত একটি গাড়ির টাকাও পেঁৗছয়নি৷
EiSamay.Com the money was not given to the center the ocean water fishery project
টাকা দেয়নি কেন্দ্র, অথৈ জলে মত্স্য প্রকল্প


মাছ চাষের জন্য বিষ্ণুপুরের কৃষ্ণবাঁধ এলাকায় মাটি কাটা শুরু করেছিল মত্স্য উন্নয়ন নিগম৷ বাঁধ সংস্কারের জন্য কাটা হয়ে গিয়েছে বেশ খানিকটা মাটিও৷ এখনও প্রায় ৮০ লাখ টাকার কাজ করতে হবে বর্ষার আগে৷ টাকার অভাবে বন্ধ সে কাজও৷ জল বেরনোর পথ সংস্কার করা যায়নি৷ সে কাজ শেষ না -হলে , এই বর্ষায় বিষ্ণুপুর শহর ডোবার আশঙ্কা করছে মত্স্য দন্তর৷

দিঘা , ফ্রেজারগঞ্জ , হেনরিজ আইল্যান্ড --- প্রায় প্রতিটি প্রকল্প এলাকার কাজ থমকে গিয়েছে টাকার অভাবে৷ আর দিনকয়েকের মধ্যে মাটি কাটা শেষ করে মাছ ছাড়া না -গেলে , এ বছর নিগমের মাছ চাষ এবং নতুন ধরনের সব পরীক্ষা -নিরীক্ষার কাজই থমকে যাবে৷ রাজ্য মত্স্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যজিত্ দাস বলেন , ‘জানি না কী হবে৷ সন্তাহদুয়েকের মধ্যে অন্তত মাটি কাটার কাজ শেষ না -হলে বসে থাকতে হবে অন্তত অক্টোবর পর্যন্ত৷ মার খাবে নিগমের কাজ৷ ’সম্প্রতি কলকাতা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা খরচ করতে না -পারার অভিযোগ তুলেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ বলেছিলেন , কেন্দ্র বিভিন্ন প্রকল্পে রাজ্যকে প্রাপ্য টাকা দিলেও , তা খরচ করতে পারছে না রাজ্য৷

অভিযোগ খণ্ডন করতে পাল্টা তথ্য পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ দেখা যাচ্ছে , মত্স্য দন্তর কিন্ত্ত ভুগছে কেন্দ্রের আর্থিক সহায়তা না -মেলার কারণেই৷ গত আর্থিক বছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় রাজ্যের মত্স্য উন্নয়ন নিগমের প্রায় ১৬ কোটি টাকার মধ্যে প্রথম দিকে ৪ কোটি টাকা মঞ্জুর করেছিল কেন্দ্রের কৃষিমন্ত্রক৷ বাকি টাকার মধ্যে বছর শেষে দেড় কোটি টাকার মতো পেয়েছে নিগম৷ অথচ , ওই টাকা মিলবে ধরে নিয়েই মাটি কাটা , মাছ চাষ -সহ নতুন ধরনের মাছ চাষের পরিকল্পনা হয়েছিল৷ নিগমের কর্তারা জানান , মাছ ছাড়ার সেরা সময় মে মাসের ১৫ তারিখ পর্যন্ত৷ টেনেটুনে তা আরও দিনদশেক বাড়ানো যেতে পারে৷

তবে , মাছ ছাড়ার আগে পুকুরগুলি কাটা এবং সংস্কারের প্রয়োজন৷ টাকার অভাবে টেন্ডারও ডাকা যাচ্ছে না৷ বর্ষা এসে গেলে , কাজ করা যাবে না৷ অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত৷ মার খাবে মাছ চাষ৷ শুধু তা -ই নয় , মাটি কাটার যে কাজ করা হয়েছে , বর্ষার আগে তা শেষ করা না -গেলে সেই টাকাও যাবে জলে৷ রাজ্যের মত্স্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্য , ‘গত বছরে রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র৷ আর দেবেও না৷ মুখে বড়বড় কথা বলছে৷ চালু প্রকল্পগুলির কাজ আমাদের অর্থেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি৷ টাকা না -পেলে সম্প্রসারণ কিংবা নতুন প্রকল্পগুলির কাজ হাতে নেওয়া কঠিন৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল