অ্যাপশহর

CBI দফতরে হাজিরা দিলেন কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালা

কয়লাপাচার কাণ্ডের (Coal Smuggling Case) মূল চক্রী লালা এবার হাজিরা দিলেন CBI দফতরে। চারবার নোটিশ দেওয়ার পর অবশেষে ধরা দিলেন লালা। ইতিমধ্যেই একাধিক প্রশ্ন তাঁর জন্য সাজিয়ে রেখেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা।

EiSamay.Com 30 Mar 2021, 12:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে ধরা দিলেন লালা। মঙ্গলবার CBI দফতরে হাজিরা দিলেন কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এই মামলায় CBI-এর তরফে তাঁকে চারবার নোটিশ দেওয়া হয়। যদিও সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় আপাতত ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
EiSamay.Com anup majhi lala
প্রতীকী ছবি। সৌজন্যে- ফেসবুক।


গত সপ্তাহেই এই মামলায় নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে তারা বলে, CBI-কে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে লালাকে। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নতুন করে নোটিশ যায় লালার কাছে। ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়। মঙ্গলবার সেইমতো সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি। তাঁকে জেরার জন্য সবরকমভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছে CBI গোয়েন্দারা।

গত ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে মোট চারবার লালাকে নোটিশ পাঠায় CBI। কিন্তু, প্রতিবারই হাজিরা নিপুণভাবে এড়িয়ে গিয়েছিলেন তিনি। এরপর তাঁকে নাগালে পেতে চেয়ে সুপ্রিম কোর্টে যায় CBI। জারি করা হয় লুকআউট নোটিশও।
ধর্ষিতাও 'দোষী', ধর্ষকের সঙ্গেই বেঁধে ঘোরানো হল গ্রামে
কয়লাকাণ্ডের মূলচক্রী লালা এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও লালা-ঘনিষ্ঠ বেশ কয়েকজন প্রভাবশালীকে ইতিমধ্যেই জেরা করেছে CBI। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের জন্যও একাধিক নোটিশ জারি করেছেন তদন্তকারীরা। দিল্লি থেকে ED গ্রেফতার করেছে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে। তাঁকে জেরা করে ইতিমধ্যেই জানা গিয়েছে, কয়লাপাচারের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার ব্যবসা ছিল প্রায় ১৩০০ কোটি টাকার। এরমধ্যে প্রভাবশালীদের পিছনেই ৭৩০ কোটি টাকা খরচ করা হয়েছে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল