অ্যাপশহর

জিএসটি নিয়ে দলে ক্লাস নেবেন অমিত

নোটবন্দির সময় সাধারণ মানুষের মধ্যে যে ‘বিভ্রান্তি ’ ছড়িয়েছিল , জিএসটির ক্ষেত্রে তা চায় না নরেন্দ্র মোদীর সরকার৷

EiSamay.Com 3 Jul 2017, 2:59 pm
এই সময় : নোটবন্দির সময় সাধারণ মানুষের মধ্যে যে ‘বিভ্রান্তি ’ ছড়িয়েছিল , জিএসটির ক্ষেত্রে তা চায় না নরেন্দ্র মোদীর সরকার৷ তাই দলীয় সাংসদ -মন্ত্রীদের জিএসটি নিয়ে প্রশিক্ষণ দিতে বিভিন্ন রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যের অর্থমন্ত্রী এবং ফিকির প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমিত মিত্রকে জিএসটি নিয়ে দলে ক্লাস নিতে অনুরোধ করা হবে বলে শনিবারই জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷
EiSamay.Com the government has decided to send the teachers to gst in different states
জিএসটি নিয়ে দলে ক্লাস নেবেন অমিত


জিএসটির পক্ষে বা বিপক্ষে প্রচার করার জন্য বিষয়টি সম্পর্কে যে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন , তাতে কোনও সন্দেহ নেই৷ কিন্ত্ত রাজ্য বিজেপির অনেক শীর্ষ নেতার মতো রাজ্যের শাসকদলের অনেক নেতা -মন্ত্রীও যে জিএসটি বিষয়টি ভালো বোঝেন না , তা ঘনিষ্ঠ মহলে স্বীকার করে নিয়েছেন তাঁরা৷ তাই অমিত মিত্র দলের বাকি মন্ত্রীদের জিএসটির ভালো -খারাপ দিকগুলি বোঝাবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে৷

তৃণমূলের এক শীর্ষ নেতার কথায় , ‘জিএসটির বিরুদ্ধে প্রচার চালানোর জন্যও বিষয়টি গভীর ভাবে জানা প্রয়োজন৷ সেই কাজটাই আমরা করছি৷ ’ঠিক একই ভাবে , জিএসটি ইস্যুতে মাস ছয়েক আগেই বাছাই কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রীকে সরকারি ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল৷ যাতে প্রয়োজনে এই ইস্যুতে জনমত তৈরি করতে তাঁরা ঝাঁপিয়ে পড়তে পারেন৷ এ ছাড়াও বিজেপির ব্যবসায়ী ট্রেডার্স সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবসায়ীদের কাছে গিয়ে জিএসটির খুঁটিনাটি বোঝানোর৷

বিজেপির অন্দরের খবর , দলের প্রত্যেক মন্ত্রী -সাংসদের কাছে জিএসটি বিষয়ক পুস্তিকা পেঁৗছে দেওয়া হয়েছে৷ তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে , সেই পুস্তিকা খঁুটিয়ে পড়ে নিজের কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষকে জিএসটির উপযোগিতা বোঝানো৷ রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সম্প্রতি তামিলনাড়ু গিয়েছিলেন দলীয় কাজে৷ সেখানে কর্মিসভায় তিনি জিএসটি নিয়ে রীতিমতো ক্লাস নিয়েছেন দলীয় কর্মীদের৷ রূপা বলেন , ‘শুধু আমি নই , বিজেপির সব সাংসদই জিএসটি নিয়ে পড়াশোনা করেছেন৷

জিএসটি যে দেশের জন্য কত ভালো , সেটা বিষয়টির গভীরে গেলেই বোঝা যায়৷ রাজনৈতিক কর্মসূচিতে যেখানেই আমরা যাচ্ছি , সেখানেই জিএসটির উপকারিতার কথা বলছি৷ ’ বিজেপি সূত্রে খবর , আগামী এক মাসে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় আসবেন জিএসটি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে৷ তবে কবে কোন মন্ত্রী আসছেন তা, এখনও চূড়ান্ত হয়নি৷ সূত্রের খবর , সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন , জিএসটি নিয়ে বিরোধীরা যে সব প্রচার চালাচ্ছে , রাজনৈতিক ভাবে তার মোকাবিলা করতে হবে৷ এর জন্য যে কোনও জনসভাতেই জিএসটির ভালো দিকগুলি তুলে ধরতে হবে৷

শুধু তাই নয় , বিজেপি মনোভাবাপন্ন অর্থনীতি বিশারদরা যাতে জিএসটির পক্ষে সওয়াল করেন , তার ব্যবস্থাও করতে হবে৷ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিন্হা বলেন , ‘জিএসটি নিয়ে রাজনীতি করছে তৃণমূল৷ ওরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে৷ সেটা আমরা হতে দেব না৷ জিএসটি নিয়ে আমরা পাল্টা প্রচার চালাচ্ছি৷ যাতে সাধারণ মানুষ আসল সত্যটা জানতে পারেন৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল