অ্যাপশহর

বৃষ্টিতে কি বাড়বে ডেঙ্গি, শঙ্কা

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজ, বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে৷

EiSamay.Com 16 Nov 2017, 8:46 am
এই সময়: ডেঙ্গি নিয়ে এমনিতেই আতঙ্কিত বঙ্গবাসী৷ তারই মধ্যে বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়িয়েছে বুধবার দিনভরের বৃষ্টি৷ হেমন্তের হিমেল পরশে সবে যখন মজতে শুরু করেছে বাংলা, ঠিক তখনই নিম্নচাপের কবলে পড়ে ডেঙ্গির প্রকোপ কমতে কমতে বেড়ে যেতে পারে বলে উদ্বেগপ্রকাশ করছেন চিকিত্সক থেকে স্বাস্থ্য কিংবা পুরকর্তা সকলেই৷ এ দিকে মশাবাহিত রোগে অব্যাহত মৃত্যু৷ বুধবারই কলকাতায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে৷
EiSamay.Com the depression induced rain in kolkata could aggravate the dengue outbreak
বৃষ্টিতে কি বাড়বে ডেঙ্গি, শঙ্কা


আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজ, বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে৷ ফলে আজ বৃষ্টি আরও বাড়বে৷ সে বৃষ্টি থামার সম্ভাবনা শুক্রবারের আগে প্রায় নেই বললেই চলে৷ তাই পুর-প্রশাসক থেকে ডাক্তারবাবু- প্রত্যেকেরই আশঙ্কা, দু’-তিন দিনের এই বৃষ্টির জমা জলে ফের ডিম পাড়বে ডেঙ্গির মশা৷ ফলে নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের গোড়ায় যেখানে দাঁড়ি পড়ার কথা ছিল ডেঙ্গির, এই বৃষ্টির জেরে তার মেয়াদ আরও বেড়ে যেতে পারে কয়েক সন্তাহ৷ কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ অকপটেই এ দিন বলেন, ‘এই বৃষ্টিটায় চিন্তা আরও বেড়ে গেল৷ এতে ডেঙ্গির মশা আরও বেশি করে জন্মানোর পরিস্থিতি তৈরি হয়ে গেল৷ আমরা তো সতর্ক আছিই৷ নাগরকিদেরও আরও দায়িত্বশীল হতে হবে৷’

দমদমে ডেঙ্গির পাশাপাশি খাস কলকাতায় ভাইভ্যাক্স ম্যালেরিয়ায় দুই পঞ্চশোর্ধ্বের মৃত্যু পুরকর্তাদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, সন্দেহ নেই৷ এ দিন দমদম পুর-হাসপাতালে ডেঙ্গিতে বিমল রায় (৫৬) নামে নিউ টাউনের বাসিন্দা এক প্রৌঢ় এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ম্যালেরিয়ায় ভুগে সোনা সিং (৫৫) নামে কসবার বাসিন্দা এক প্রৌঢ়া মারা যান৷ ভাইভ্যাক্স ম্যালেরিয়া নিয়ে জ্বরে কাঁপতে কাঁপতে ওই মহিলা গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ এ দিন বেলায় তিনি প্রাণ হারান৷ হাসপাতালের সুপার সৌমাভ দত্ত বলেন, ‘ভাইভ্যাক্স ম্যালেরিয়াতে মৃত্যু হওয়ার কথা নয়৷ হয়ওনি৷ ওঁর অন্যান্য শারীরিক জটিলতা ছিল৷ তার উপর সেপটিসিমিয়া (সংক্রমণের জেরে রক্তে বিষক্রিয়া) হয়ে গিয়েছিল৷ তাতেই তিনি মারা গিয়েছেন৷’

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ফ্যালসিপেরাম (অর্থাত্ ম্যালিগন্যান্ট) ম্যালেরিয়ার মতো ভাইভ্যাক্স ম্যালেরিয়া সাধারণত প্রাণঘাতী হয় না৷ কিন্ত্ত কখনও কখনও ভাইভ্যাক্সেও মৃত্যু ঘটে৷ তবে সরাসরি নয়, ভাইভ্যাক্স ম্যালেরিয়া থেকে সেপটিসিমিয়া হয়েই অধিকাংশ রোগী মারা যান৷ এবং ওষুধ-প্রতিরোধী ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ক্ষেত্রেই এমন ঘটে৷ এনআরএসের এক মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘ভাইভ্যাক্স ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন এক ডোজ পড়ার পরই জ্বর গায়েব হয়ে যায়৷ কিন্ত্ত ইদানীং অনেক রোগীর ক্ষেত্রে দেখছি, তিন দিন ক্লোরোকুইন চলার পরও জ্বর কমছে না৷ তখন বুঝি, তাঁর ম্যালেরিয়াটি ওষুধ-প্রতিরোধী৷ তখন প্রায় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার চিকিত্সাই করা হয় ওঁদের৷ তবে তাতেও মৃত্যুর আশঙ্কা এড়ানো যায় না সব সময়ে৷’

নিউ টাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা বিমল গত ক’ দিন ধরেই জ্বরে ভুগছিলেন৷ ওই এলাকার অদূরে প্রমোদগড় অঞ্চালে ইতিমধ্যেই একাধিক মানুষ ডেঙ্গির বলি হয়েছেন৷ রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে বিমলেরও৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ভোররাতে তাঁকে দমদম পুর-হাসপাতালে ভর্তি করা হয়৷ এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ মারা যান তিনি৷ তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে৷

লাগাতার এই মৃত্যুমিছিলের মধ্যেই নিম্নচাপের বর্ষণ চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের৷ তবে তাঁরা এও জানাচ্ছেন, একমাত্র যদি আবহওয়া শীতল হয়ে যায়, তবেই রেহাই মিলতে পারে৷ পরজীবী বিশেষজ্ঞ চিকিত্সক অমিতাভ নন্দী বলেন, ‘এই বৃষ্টিতে যে জল জমবে, তাতে ডেঙ্গির মশা আরও বেশি করে জন্মাবেই৷ যদি ঠিকঠাক শীত পড়ে যায়, তখন ডেঙ্গির মশা কাবু হয়ে পড়বে, রোগটা আর ছড়াতে পারবে না৷ তাই প্রকোপ বাড়ার আশঙ্কা ফিফটি-ফিফটি৷’

কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস জানান, ডেঙ্গির মশার জন্য আদর্শ তাপমাত্রা হল ১৬-৪০ ডিগ্রি সেলসিয়াস৷ ১৬ ডিগ্রির কম তাপমাত্রায় সাধারণত এডিস মশা আর কামড়ায় না৷ যদিও আইডি হাসপাতালের অধ্যক্ষ উলকুমার ভদ্র সচেতনতার উপরই জোর দিচ্ছেন৷ কমিউনিটি মেডিসিনের এই প্রবীণ অধ্যাপকের কথায়, ‘কেন আমরা সব সময় আবহাওয়া আর প্রকৃতির উপর নির্ভরশীল থাকব! পুর-প্রশাসনের ঘাড়ে সব দায় না-চাপিয়ে আমরা যদি নিজেরাই নিজেদের তল্লাটে মশা জন্মাতে না-দিই, তা হলে তো আখেরে আমরাই লাভবান হব।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল