অ্যাপশহর

আন্দোলন চালিয়ে যেতে‘লং মার্চ’ চাইছে সিপিএম

নবান্ন অভিযানের ‘সাফল্য ’ ধরে রাখতে রাজ্যে ‘লং মার্চ’ করতে চাইছে সিপিএম৷ পুজোর আগেই রাজ্যে একাধিক দীর্ঘ পদযাত্রা করার ভাবনা শুরু হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে৷

EiSamay.Com 28 May 2017, 1:00 pm
এই সময় : নবান্ন অভিযানের ‘সাফল্য ’ ধরে রাখতে রাজ্যে ‘লং মার্চ’ করতে চাইছে সিপিএম৷ পুজোর আগেই রাজ্যে একাধিক দীর্ঘ পদযাত্রা করার ভাবনা শুরু হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে৷ নবান্ন অভিযানের রেশ ধরে রাখতেই পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে ভাবনা শুরু করেছে সিপিএম নেতৃত্ব৷ যদিও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি দল৷ আগামী ১-২ জুন সিপিএম রাজ্য কমিটির বৈঠক আছে৷ তার আগে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে পরবর্তী আন্দোলনের ছক কষা হবে৷ রাজ্যে তৃণমূল জমানায় বামেরা দীর্ঘ পদযাত্রা করেছে৷ একাধিকবার জাঠা করা হয়েছে৷ ফের একাধিক কেন্দ্রীয় দীর্ঘ পদযাত্রা হবে , না জেলায় জেলায় বিকেন্দ্রীভূত জাঠা করা হবে , তা নিয়ে আলোচনা চলছে৷ ব্লকে ব্লকে বিক্ষোভ প্রদর্শনের ভাবনাও রয়েছে নেতাদের৷
EiSamay.Com the cpm wants to make a long march in the state to keep the success of the nabanna avijan
আন্দোলন চালিয়ে যেতে‘লং মার্চ’ চাইছে সিপিএম


বিধানসভা নির্বাচনের আগে গণসংগঠনের ব্যানারে সিঙ্গুর থেকে শালবনি লং মার্চ করেছিল বামেরা৷ বুদ্ধদেব ভট্টাচার্য থেকে সূর্যকান্ত মিশ্র --- আলিমুদ্দিন স্ট্রিটের সমস্ত নেতারা সেই লং মার্চের সঙ্গে যুক্ত ছিলেন৷ দ্বিতীয় তৃণমূল জমানার বর্ষপূর্তির আগেই জঙ্গি আন্দোলনের রাস্তায় দলকে নিয়ে যেতে নবান্ন অভিযানে আনুষ্ঠানিক আইন অমান্যের বদলে প্রকৃত সংঘাতের রাস্তায় গিয়েছে সিপিএম৷ রাজ্যে গেরুয়া হাওয়ার মধ্যেই নিজেদের অস্তিত্বের বার্তা দিতে পেরেছে বামেরা৷ সেই দিকে তাকিয়ে পরবর্তী আন্দোলনও দাগ কাটার মতো করতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট৷ রমজান শুরু হয়েছে এবং সামনে বর্ষাকাল৷ তাই ভরা বর্ষার মধ্যে দীর্ঘ পদযাত্রা হবে , না বর্ষার দাপট কমলে রাস্তায় নামা হবে , তা নিয়ে মত বিনিময় চলছে৷ কারণ মে মাসের কাঠফাটা গরমে নবান্ন অভিযান ‘সফল ’ হলেও এই কর্মসূচির ‘সময় ’ নিয়ে বিরুদ্ধমত রয়েছে বামেদের৷ সিপিএম রাজ্য কমিটির একাধিক সদস্য মে মাসের প্রবল গরমের মধ্যে এই কর্মসূচি গ্রহণের বিরোধী ছিলেন৷ জেলা থেকে হাজার হাজার লোককে মে মাসের প্রতিকূল আবহাওয়ায় কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবোচিত ছিল না বলেই মনে করেন সিপিএমের একাধিক নেতা৷ গরমের মধ্যে রাস্তায় সমর্থকরা অসুস্থ হয়ে পড়েন কি না এই প্রবল উদ্বেগে ছিলেন সিপিএম নেতারা৷

আবহাওয়া অনুকূল থাকলে নবান্ন অভিযানের অভিঘাত আরও ব্যাপক হত বলে একাধিক নেতা মনে করেন৷ দলের একটি অংশ থেকে এই মতামত উঠে আসায় পরবর্তী কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে ভরা বর্ষার সময় এড়িয়ে যাওয়ার পক্ষপাতী আলিমুদ্দিন স্ট্রিট৷ আপাতত নবান্ন অভিযানের রেশ ধরে রাখতে রাজ্যজুড়ে অর্থ সংগ্রহের রাস্তায় যাচ্ছে সিপিএম৷ অভিযান করতে গিয়ে অনেক সদস্য গুরুতর জখম হয়েছেন৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও আহতদের মধ্যে অনেকের চিকিত্সার খরচ বাড়ছে৷ গুরুতর জখমদের মধ্যে অনেকের আর্থিক স্বচ্ছলতা নেই৷ এই সমর্থকদের চিকিত্সার খরচ জোগাতে ৪ জুন সারা রাজ্যে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম৷ তার আগে ৩১ মে কলকাতায় কেন্দ্রীয় ভাবে শ্যামবাজার , ধর্মতলা ও গড়িয়াহাটে অর্থ সংগ্রহ করবে সিপিএম৷ থাকবেন প্রথম সারির নেতারা৷ নবান্ন অভিযানে ‘পুলিশি আক্রমণে ’র বিরুদ্ধে সোমবার কলকাতায় ছোট ছোট প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা জেলা সিপিএম৷ আসন্ন রাজ্য কমিটির বৈঠকে নবান্ন অভিযানের মূল্যায়ন ছাড়াও পরবর্তী আন্দোলন নিয়ে জেলা নেতৃত্বর অভিমত বুঝে নিতে চাইছে নেতৃত্ব৷ নিজেদের সাংগঠনিক সম্মেলন ছাড়াও রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে পারে , এই সম্ভাবনার কথা মাথায় রেখেই পরবর্তী আন্দোলনের সূচি ঠিক করতে চাইছে সিপিএম নেতৃত্ব৷ কিছু দিন পর থেকেই সিপিএমের অর্গানাইজিং এরিয়া কমিটি গঠনের কাজ শুরু হবে৷ বৃষ্টির দাপট কমলে ফের আন্দোলনে যেতে চাইছে দলীয় নেতৃত্ব৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল