অ্যাপশহর

ঢাকুরিয়ায় নাবালিকার শ্লীলতাহানি ঘিরে তুমুল উত্তেজনা, গ্রেফতার স্কুলশিক্ষক

একটাসময় প্রবল উত্তেজনা ছড়ালে, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

EiSamay.Com 10 Oct 2018, 1:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এক স্কুলে। অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে স্কুলের সামনে সকাল থেকে বিক্ষোভে শামিল হন অভিভাবকরা। একটাসময় প্রবল উত্তেজনা ছড়ালে, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই শিক্ষককে।
EiSamay.Com Dhakuria School


ডিসিপি (দক্ষিণ-পূর্ব ডিভিশন) কল্যাণ মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি চালানোর কথাও তিনি স্বীকার করেছেন। ডিসিপির উদ্ধৃচতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে ক্রুদ্ধ অভিভাবকদের একাংশ জোক করে স্কুলে ঢোকার চেষ্টা করেন। তাতে উত্তেজনা আরও বাড়ে। ফলে, পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়।


গত ২৪ সেপ্টেম্বর স্কুলের মধ্যে ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর বছর পাঁচেকের ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। নিগৃহীতার বাবা-মায়ের অভিযোগ, তাঁরা অভিযোগ জানানো সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করেনি। অভিভাবকদের মধ্যে এই ঘটনা চাউর হতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে থাকে। মঙ্গলবার ওই শিক্ষকের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন অভিভাবকরা। যার জেরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে এদিন গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্ত ওই শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি।

পরের খবর