অ্যাপশহর

Mamata Banerjee-কে আচার্য পদে আনার বিল আইন করতে Jagdeep Dhankhar-র সম্মতি দরকার: Tathagata Roy

রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও একবার চরমে। রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আচার্য পদে বসানোর প্রস্তাবে মন্ত্রিসভার সিদ্ধান্তে শোরগোল রাজ্য রাজনীতিতে...

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 27 May 2022, 1:15 am
আর রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) এবার হবেন রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। এমন প্রস্তাবে বৃহস্পতিবার সিলমোহর দেয় মন্ত্রিসভা। এমন সিদ্ধান্ত তোলপাড় রাজ্য রাজনীতিতে। বিরোধীদের প্রবল কটাক্ষের মুখে এই সরকারি সিদ্ধান্ত। এরইমাঝে আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) টুইটে বলেন, রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে হলে যে আইনের প্রয়োজন তা পাস করতে দরকার খোদ রাজ্যপালের সাক্ষর।
EiSamay.Com mamata banerjee ei samay


Suvendu Adhikari: ''সর্বশক্তি দিয়ে রুখব'', মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাবে পালটা দাবি শুভেন্দুর

মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল টুইটে লিখেছেন, ''মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।কিন্তু বিলকে আইনে পরিণত করতে যে রাজ্যপালের সম্মতি দরকার!'' এখানেই শেষ নয়, এই কথা মনে করিয়ে দিয়ে বিজেপি নেতা নিজের কর্মজীবনের একটি উদাহরণ টেনে বলেন, ''রাজ্যপাল সে সম্মতি নাও দিতে পারেন ! অথবা সংবিধানের অনুচ্ছেদ ২০০ অনুযায়ী সে বিল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন! আমি মেঘালয়ে একবার তাই করেছিলাম। এই বিলে ভারতের অন্যান্য রাজ্যে বসবাসী নাগরিকদের মেঘালয়ে প্রবেশ করার ব্যাপারে নানারকম বিধিনিষেধ আরোপ করার প্রস্তাব ছিল।'' মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে আইনে পরিণত করার রাস্তা যে জলের মতো সোজা নয় তার পূর্বাভাসই ধরা পড়ল বিজেপি নেতা তথাগত রায়ের টুইটে।



এই প্রস্তাবকে ঘিরে আরও একবার তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুঞ্চি কমিশন ২০১০ সালে এবিষয়ে সুপারিশ করেছিল। সেই সময় বিরোধীদের পক্ষ থেকে সংসদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজনাথ সিং এই সুপারিশ কার্যকর করতে উদ্যোগী হয়েছিলেন।" মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে ঘোষণা করেন মন্ত্রীই।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আচার্য পদে থাকেন প্রধানমন্ত্রী। রাজ্যের ক্ষেত্রে দায়িত্ব থাকে রাজ্যপালের উপর। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এক আগেও একাধিকবার রাজ্য রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে BJP।

Mamata Banerjee: রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবার মুখ্যমন্ত্রী, সিলমোহর মন্ত্রিসভার

জানা গিয়েছে, শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করতে এদিন মন্ত্রিসভায় প্রস্তাব আনা হয়। এদিন মন্ত্রিসভার বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিষয়ে আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, "এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য শীঘ্রই বিল আনতে চলেছে সরকার। যাবতীয় পদক্ষেপ করা হবে।"
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর