অ্যাপশহর

নজিরবিহীন বিক্রির জোরে পুজোয় রেকর্ড গড়ল তন্তুজ

পুজোর মরসুমে এ বছর এখনও পর্যন্ত তন্তুজ ব্যবসা করেছে ১৭ কোটি ৬০ লক্ষ টাকার। যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। মন্দার বাজারেও যা নজিরবিহীন। পুজোর বাজার ধরতে এই বছর সংস্থাটি ২৩ অগস্ট রিবেট চালু করেছে। যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ টানা ৪৫ দিন।

EiSamay.Com 3 Oct 2019, 12:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধু তাঁত নয়, তন্তুজ এ বার পুজোর বাজার মাত করেছে সিল্ক, তসর ও বালুচরি শাডি়তেও। ১৫ শতাংশ রিবেট চালু করার ফলে সিল্কের শাড়ির দাম ২ হাজার টাকার আশপাশে এসে যাওয়াতেই ব্যবসায় এই সাফল্য বলে মনে করছেন সংস্থার কর্তারা। সুপারহিট হয়েছে সংস্থার পাঁচ পুজো স্পেশাল তাঁতের শাড়িও। সবই টাঙ্গাইলের তাঁতিদের তৈরি। সেগুলি হল: রুচিরা, শুভাঙ্গী, নবপত্রিকা, অপূর্বা ও শ্রেয়সী।
EiSamay.Com (representative image)
(প্রতীকী ছবি)


পুজোর মরসুমে এ বছর এখনও পর্যন্ত তন্তুজ ব্যবসা করেছে ১৭ কোটি ৬০ লক্ষ টাকার। যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। মন্দার বাজারেও যা নজিরবিহীন। পুজোর বাজার ধরতে এই বছর সংস্থাটি ২৩ অগস্ট রিবেট চালু করেছে। যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ টানা ৪৫ দিন। গত বছর এই সময়ে তন্তুজ ব্যবসা করেছিল সাড়ে ১৩ কোটি টাকার। কিন্তু এ বছর ৩৯ দিনেই গত বারের ব্যবসার অঙ্ক ছাপিয়ে গেছে। শুধু মহালয়ার দিনেই কলকাতায় তন্তুজের সাতটি শোরুমের প্রতিটি ব্যবসা দিয়েছে সাত লক্ষ টাকার।

তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় বলেন, 'এ বার শাড়ি সংগ্রহের সময় থেকেই বাজারের চাহিদার কথা ভেবে নকশা ও গুণগত মানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আমরা কোনও সমঝোতায় যাইনি। কোচবিহার, ধাত্রীগ্রাম, উদয়নারায়ণপুর, বিষ্ণপুর ও ফুলিয়ায় শিবির চালু করার আগে থেকেই তাঁতি ও তন্তুবায় সমিতির কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছিল তন্তুজের এই অবস্থানের কথা।' এমডি জানান, এ বার জিএসটি চালু হওয়ায় ক্রেতাদের যাতে কোনও অসুবিধে না-হয়, সেই জন্য রিবেটও পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। শাড়ি ও পোশাকের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যাতে মধ্যবিত্ত-সহ সমাজের সব শ্রেণির মানুষের নাগালের মধ্যে দাম থাকে।

পরের খবর