অ্যাপশহর

সুদীপ্ত সেনের অভিযোগ নিয়ে কী প্রতিক্রিয়া? মেজাজ হারালেন Suvendu Adhikari

Sudipta Sen-এর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এবার তাঁর অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি সরদাকর্তার (Sarada) থেকে টাকা নিয়েছেন? এই প্রশ্ন শুনেই মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা (West Bengal Opposition Leader) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জেনে নিন কী বললেন তিনি? জেনে নিন বিস্তারিত খবর ...

Produced byরূপসা ঘোষাল | EiSamay.Com 24 Jun 2022, 8:26 pm
সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আচমকাই সারদাকর্তার এক ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিকরা প্রশ্ন করতেই ক্ষুব্ধ শুভেন্দুর বক্তব্য, "এ সব ফালতু কথার কোনও উত্তর দেব না।"

BJP: ২০২৪-এ BJP-ই আসবে: শুভেন্দু
জানা গিয়েছে, শুক্রবার সারদা মামলায় বিধাননগর এমপি এমএলএ আদালতে ট্রায়েল দিতে আসেন সুদীপ্ত সেন। সেখানেই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার থেকে কারা টাকা নিয়েছিলেন? দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? উত্তরে সুদীপ্ত সেনকে বলতে শোনা যায়, "শুভেন্দু অধিকারী। একটা জমির বিষয় ছিল আর একটা প্ল্যানের ব্যাপার ছিল। ব্ল্যাকমেল করতো।" এরপরই সারদাকর্তার এই ভিডিয়োটি ভাইরাল হয়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাি করেনি এই সময় ডিজিটাল।

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড ও NVF-দের স্থায়ী করে দেখাক: শুভেন্দু
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে এদিন শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তোলা হয়। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "কী বলে, কীভাবে ব্ল্যাকমেল করে কত দফায় টাকা নেওয়া হয়েছে? সব অভিযোগে লেখা রয়েছে। শুভেন্দু সব জানেন। শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে, ইডি থেকে বাঁচতে BJP-তে গিয়েছেন। সিবিআই যাক কাঁথিতে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত।"

Suvendu Adhikari: ২০২৪-ই সাফ তৃণমূল! ভবিষৎবাণী শুভেন্দুর
এই নিয়ে টুইটে কটাক্ষ করেছেন তৃণূমল নেতা দেবাংশু ভট্টাচার্যও। তিনি বলেন,"সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক। সারদাকর্তা স্পষ্ট করে বললেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেন অপরাধীদের আশ্রয় দিচ্ছেন, বিচার কোথায়?" একইভাবে এই নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও। তিনিও সারদা কর্তা সুদীপ্ত সেনের ভিডিয়োটি শেযার করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন।
লেখকের সম্পর্কে জানুন
রূপসা ঘোষাল
যাদবপুর বিশ্বিদ্যালয়ের জোড়া পোস্ট গ্র্যাজুয়েট শংসাপত্রের পাশাপাশি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছে রূপসা ঘোষাল। লালবাজার থেকে আলিমুদ্দিন আবার কখনও জ্বলন্ত বাগরি মার্কেট থেকে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ, রূপসার রয়েছে পঞ্চায়েত-বিধানসভা-লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতাও। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিজ্ঞতার পাশাপাশি গত ২ বছরেরও বেশি সময় ধরে এই সময় ডিজিটালে কাজ করার সুবাদে ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর অনায়াস বিচরণ। ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসেবে রাজনৈতিক, সামাজিক এবং ডিজিটাল দুনিয়ায় উপযোগী খবর কিউরেট করতে তিনি পারদর্শী। বহুচর্চিত বিষয় ছেড়ে তিনি ভিন্ন স্বাদের খবর করতে বিশেষ উৎসাহী। অবসর যাপনে পছন্দ করেন ভ্রমণ, গান ও ডিজিটাল বিনোদনে সময় দিতে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল