অ্যাপশহর

খেয়াদহে আজ ভেড়ি ফেরানোর কাজ শুরু

জলা বোজানো রুখতে এবং বোজানো জলা পুনরুদ্ধারে বিশেষ দল তৈরি করতে চলেছে রাজ্য সরকার৷

EiSamay.Com 29 May 2017, 8:18 am
এই সময় : জলা বোজানো রুখতে এবং বোজানো জলা পুনরুদ্ধারে বিশেষ দল তৈরি করতে চলেছে রাজ্য সরকার৷ পুলিশ ও সাধারণ প্রশাসনকে নিয়ে তৈরি প্রস্তাবিত এই দলের কাজ হবে জলা বোজানো প্রতিরোধ অভিযান পরিচালনা ও নজরদারি চালানো৷ এই ব্যাপারে মডেল হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের সোনারপুরের অভিযান৷ সেখানে খেয়াদহ ২ পঞ্চায়েতের জগদিপোতায় ভরাট ভেড়ি পুনরুদ্ধার করে তা আগের চেহারায় ফেরানোর কাজ শুরু হয়েছে৷ আজ , সোমবার থেকে সেই অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা হতে চলেছে৷
EiSamay.Com state government is going to create special teams to stop the filling and rejuvenation of wetlands
খেয়াদহে আজ ভেড়ি ফেরানোর কাজ শুরু


আজ ভেড়ি থেকে মাটি আবর্জনা তুলে প্রথমে তাকে জলাশয়ের চেহারা দেওয়া হবে৷ সংলগ্ন খাল জুড়ে দিয়ে ফেরানো হবে জগদিপোতা ভেড়ি৷ স্মরণ কালের মধ্যে রাজ্যে এমন উদ্যোগের নজির নেই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে এই অভিযান চালু করতে নির্দেশ দিয়েছেন পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে৷ রবিবার শোভন বলেন , ‘সব জেলাই নিজেদের মতো করে পরিকল্পনা করছে৷ বিপুল সাড়া পড়েছে সর্বত্র৷’ নবান্ন সূত্রের খবর , প্রতিদিন ফ্যাক্স ফোন এবং ই -মেলে বহু মানুষ জলা বোজানোর খবর দিচ্ছে রাজ্য প্রশাসনের সদর দন্তরে৷ সব অভিযোগই পাঠিয়ে দেওয়া হচ্ছে শোভনের পরিবেশ দন্তরের কাছে৷ তারাই নোডাল এজেন্সির কাজ করছে৷ প্রশাসনিক সূত্রে খবর , বিশেষ দল নিয়ে একটি গাইডলাইন তৈরি হচ্ছে পরিবেশ দপ্তরের তত্ত্বাবধানে৷ রাজ্য , জেলা , মহকুমা এবং ব্লক--- প্রশাসনের এই চার স্তরেই থাকবে জলাভূমি রক্ষা দল৷ তাদের কাজ হবে , বোজানো আটকে জলাশয়কে আগের চেহারায় ফিরিয়ে দেওয়া৷ এ জন্য পঞ্চায়েত এবং পুরসভার প্রতিনিধি ছাড়াও স্থানীয় থানার ওসি এবং পরিবেশ ও ভূমি দপ্তরের আধিকারিকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে৷ রবিবারও হেদের ভেড়ির চারপাশে পাঁচিল ভাঙার কাজ হয়েছে৷

সকাল -সন্ধ্যে চারটি পে লোডার কাজ করেছে সেখানে৷ সোনারপুরে ভেড়ি উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে মহকুমা ও ব্লক প্রশাসন৷ সরাসরি তাদের পাশে ছিলেন শোভনও৷ বারুইপুরের মহকুমা শাসক শামা পারভিন , বিডিও সৈকত মাজি এবং ব্লক ভূমি আধিকারিক সোমা গঙ্গোপাধ্যায় গোড়া থেকেই ভেড়ি পুনরুদ্ধারের কাজ তদারকি করছেন৷ নেতৃত্বে রয়েছেন শামা৷ এ দিন তিনি বলেন , ‘ভেড়ি পুনরুদ্ধারে আমরা বদ্ধপরিকর৷ এর জন্য যা যা করার করা হচ্ছে৷ ’ জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে , আড়াইশো বিঘা বোজানো ভেড়ি থেকে মাটি তোলার জন্য পর্যান্ত মেশিন তাদের নেই৷ সে কথা জানিয়ে মহকুমা শাসক পরিবেশ সচিবকে চিঠি লিখেছিলেন৷ মেয়র তথা পরিবেশ মন্ত্রী শোভন এ দিন বলেন , ‘কলকাতা পুরসভা থেকে আমরা মেশিন ইতিমধ্যেই সরবরাহ করেছি৷ জলা বোজানোর পরিণতি কী হতে পারে আমরা সেই বার্তা দিতে চাই৷ ’ নবান্ন সূত্রে বলা হয়েছে , রাজ্যের সর্বত্রই জলা পুনরুদ্ধারের পর তা মত্স্য দন্তরকে হস্তান্তর করা হবে৷ উত্তরপাড়াতেও একই ভাবে জলা পুনরুদ্ধার করা হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল