অ্যাপশহর

সুখবর, জামাইষষ্ঠীর জন্য ছুটি ঘোষণা রাজ্য সরকারের

জামাইদের জন্য বিশেষ উপহার রাজ্যের...যদিও করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ... চলছে না বাস-মেট্রো-ট্রেন... তাই করোনা পরিস্থিতিতে জামাই আদর থেকে বঞ্চিত থাকবেন অনেকেই ....

EiSamay.Com 15 Jun 2021, 4:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সরকারী জামাইদের জন্য সুখবর। আগামীকাল ১৬ জুন অর্থাৎ জামাইষষ্ঠী উপলক্ষে সমস্ত সরকারি দফতরে পূর্ণদিবসের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য। নির্দেশিকা অনুযায়ী, বুধবার রাজ্য সরকারের সমস্ত দফতর পুরো দিনের জন্য বন্ধ থাকবে।
EiSamay.Com nabanna 1


এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে রাজ্যে জারি কড়া বিধি। আগামীকাল থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি থাকার জন্য ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সমস্ত সরকারি অফিস।

গত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীর দিনে পুরো ছুটিই পেয়ে আসছেন সমস্ত সরকারি কর্মীরা। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর অর্ধ দিবসের বদলে জামাইষষ্ঠীতে পুরো দিনই ছুটি দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল