অ্যাপশহর

পৃথক গবেষণা কেন্দ্রের প্রস্তাব গ্রহণ সরকারের

কেবল গবেষণার জন্য একটি কেন্দ্র গড়ার প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য সরকার৷ সোমবার রাজারহাটে সেন্ট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

EiSamay 16 Jan 2018, 10:44 am
এই সময় : কেবল গবেষণার জন্য একটি কেন্দ্র গড়ার প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য সরকার৷ সোমবার রাজারহাটে সেন্ট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ওই কেন্দ্রে একই ছাদের তলায় রিসার্চ স্কলাররা তাঁদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য, নথিপত্র এবং গবেষণা সংক্রান্ত জিনিস পাবেন সহজে৷
EiSamay.Com st xaviers university is the model to follow after showing in its inaugural year
পৃথক গবেষণা কেন্দ্রের প্রস্তাব গ্রহণ সরকারের


রাজ্য উচ্চশিক্ষা সংসদের যে ভবন তৈরি হচ্ছে, সেখানেই এই গবেষণা কেন্দ্র হবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ কেন্দ্রটি চলবে উচ্চশিক্ষা দন্তরের তত্ত্বাবধানে৷ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থাকলেও কেবল গবেষণার জন্য রাজ্যের এমন কেন্দ্রের সংখ্যা অতি নগণ্য৷ সে দিক থেকে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকে৷ গত বছর ১৬ জানুয়ারি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিলটি অনুমোদন করেছিলেন৷

সেই উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়৷ ঘটনাচক্রে ১৫৮ বছর আগে , ১৮৬০ -এর এই দিনটিতেই সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু হয়েছিল৷ চাকরির জন্য ছাত্রছাত্রীদেরই যোগ্য হয়ে ওঠার উপরে এ দিনের অনুষ্ঠানে জোর দেন পার্থ৷ তিনি বলেন , ‘অনেকেই প্রশ্ন করেন , চাকরি কোথায় ? আমি বলি , ছাত্রছাত্রীদের নিজেদেরকে চাকরির উপযোগী হয়ে উঠতে হবে৷ তা না হলে কেউ চাকরি দেওয়ার জন্য এগিয়ে আসবে না৷ জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে নিজেদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে হবে৷ এ জন্য সেন্ট জেভিয়ার্সের মতো আরও প্রতিষ্ঠান চাই৷’

সদ্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে ইতিমধ্যে চার বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু হয়েছে৷ সেগুলি হল বাণিজ্য , সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন , ইংরেজি এবং এসএসডব্লু৷ এ ছাড়া চালু হয়েছে বিকম এবং বিএমএস৷ পাশাপাশি অর্থনীতিতে স্নাতকোত্তর , এমবিএ এবং ইংরেজি , মাস কমিউনিকেশন ও অর্থনীতিতে স্নাতক পাঠ্যক্রম চালু হতে চলেছে ৷

শিক্ষামন্ত্রী এ দিন রাজ্য সরকারের উচ্চশিক্ষা সংক্রান্ত নানা কর্মসূচির কথা জানান৷ তিনি বলেন , ‘উচ্চশিক্ষাকে সকলের নাগালের মধ্যে পৌঁছে দিতে রাজ্য সরকার ইতিমধ্যে গ্রামীণ এলাকায় ৪৭টি কলেজ প্রতিষ্ঠা করেছে৷ সরকারের লক্ষ্য হল , প্রতি জেলায় বেসরকারি কলেজ ছাড়াও দু’তিনটি করে সরকারি কলেজ স্থাপন করা৷ সাড়ে চার লক্ষেরও বেশি আসন তৈরি হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে৷ ’ উত্কর্ষ অর্জনের লক্ষ্যে রাজ্য শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করতে সচেষ্ট বলে তাঁর দাবি৷ এ জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়া হয়েছে৷ তিনি বলেন , ‘চারটি সরকারি বিশ্ববিদ্যালয় ও একটি ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় এখন অনুমোদনের অপেক্ষায়৷ ’ বর্তমানে রাজ্যের যে ম্যানেজমেন্ট কলেজ আছে , সেটিকেই বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করা হতে পারে অথবা নতুন একটি ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় তৈরি করা হতে পারে বলে তিনি জানান৷ ছাত্রদের অনুশাসনের উপরে বিশেষ জোর দেন শিক্ষামন্ত্রী৷ অতীতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন প্রসঙ্গে ছাত্রদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার উপরে জোর দেন পার্থ৷ এ দিনের অনুষ্ঠানে অবশ্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম করেননি তিনি৷ আজ , মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠান৷ সেখানে সর্বোচ্চ সম্মান নিহিল আল্ট্রা পুরস্কার দেওয়া হবে কলেজের প্রাক্তন অধ্যক্ষ , বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজকে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল