অ্যাপশহর

SSC মামলায় ফের হাইকোর্টে চাকরিপ্রার্থীরা, বেনজিরভাবে রাতেই শুনানি

স্কুল সার্ভিস মামলায় নয়া মোড়। রাতেই কোর্ট খুলিয়ে শুনানির সম্ভাবনা। নজিরবিহীনভাবে রাতেই খুলছে কোর্ট। জরুরি ভিত্তিতে রাত সাড়ে দশটা নাগাদ শুরু শুনানি। ভার্চুয়ালি যোগ দেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 19 May 2022, 12:10 am
এসএসসি (School Service Commission) মামলায় নাটকীয় মোড়। মাঝরাতেই খুলতে চলেছে কলকাতা হাইকোর্ট। নথি নষ্টের আশঙ্কায় হাইকোর্টে চাকরিপ্রার্থীরা। অবিলম্বে সিআরপিএফ বসিয়ে চাকরির সমস্ত নথি সংরক্ষণের দাবি তুলেছে চাকরিপ্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে রাতেই হবে শুনানি। নজিরবিহীনভাবে রাতেই খুলছে কোর্ট। জরুরি ভিত্তিতে রাত সাড়ে দশটা নাগাদ শুরু শুনানি।
EiSamay.Com calcutta high court



মামলাকারীদের আশঙ্কা, দুর্নীতির জাল বহুদূর ছড়িয়ে। প্রভাবশালীদের যুক্ত থাকার তথ্য সামনে আশায় সমস্ত নথি ও প্রমাণ নষ্ট করে দেওয়ার আশঙ্কায় আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) চেম্বারেই হয় শুনানি। ভার্চুয়ালি যোগ দেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। মামলার সঙ্গে যুক্ত হার্ড ডিস্ক সহ সমস্ত তথ্য সংরক্ষণের দাবি জানান তিনি। একইসঙ্গে বলেন, ইতিমধ্যে কারা কারা এসএসসি অফিসে গিয়েছিল তা সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হোক।

চাকরিপ্রার্থীদের আবেদনে মান্যতা হাইকোর্টের, SSC দফতরের দায়িত্বে CRPF

এর আগে এদিন সন্ধেয় কোর্টের নির্দেশে সিবিআই দফতরে হাজির হন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে ৩ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে অবশেষে নিজাম প্যালেস থেকে সাড়ে নটার কিছু পরে বেরন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।যদিও বাইরে বেরিয়ে কোনও মন্তব্য করেননি। ডিভিশন বেঞ্চ থেকে কোনও রক্ষাকবচ না পেয়ে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই এদিন নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়। CBI হাজিরা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এরপরই নিজের নাকতলার বাড়ি থেকে বেরতে দেখা যায় মন্ত্রীকে।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা চলল ম্যারাথন জেরা, নিজাম প্যালেস থেকে বেরলেন Partha Chatterjee

সূত্রের খবর, সাড়ে তিন ঘণ্টার জেরায় বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে গিয়েছেন রাজ্যেক প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিবিআইয়ের বেশিরভাগ প্রশ্নেই তাঁর উত্তর ছিল, ''জানি না, মনে পড়ছে না।'' বলে খবর। SSC-র উপদেষ্টা কমিটির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তাঁর পুরো বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। সাড়ে তিন ঘণ্টায় প্রায় দুদফায় তাঁকে জেরা করা হয়েছে জানা গিয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল