অ্যাপশহর

তিন দিন পরেও জারি এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন

তিন দিন পরেও ধর্মতলা থেকে উঠল না এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন। স্বচ্ছতা মেনে শূন্য পদে নিয়োগের দাবিতে অনশনে বসেছেন হবু শিক্ষকরা। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে।

EiSamay.Com 3 Mar 2019, 9:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিন দিন পরেও ধর্মতলা থেকে উঠল না এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন। স্বচ্ছতা মেনে শূন্য পদে নিয়োগের দাবিতে অনশনে বসেছেন হবু শিক্ষকরা। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে।
EiSamay.Com SSC Hunger Strike
তৃতীয় দিনেও জারি রইল এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন।


গত শুক্রবার থেকে ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে বিবিধ দাবিদাওয়া নিয়ে অনশনে বসেছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। রবিবার বিজেপির শিক্ষক সেলের তরফে জানানো হয়েছে, অনশনের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার বিজেপির শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাসের নেতৃত্বে পাঁচ দফা দাবি সংক্রান্ত ডেপুটেশন রাজ্যপালের কাছে জমা দেন আন্দোলনকারীদের চার প্রতিনিধি। দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

আশ্বাস পেলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন জারি রাখার ঘোষণা করেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। এদিকে শনিবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান। মঙ্গলবার তাঁদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল