অ্যাপশহর

'সাত পাকে বাঁধা পড়লেই বিয়ে হয়ে যায় না', রত্নার বিরুদ্ধে 'রণংদেহী' শোভন

এবার রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে সরব হলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নিশানা করলেন শ্বশুর দুলাল দাসকেও (Dulal Das)। কী বলেছেন তিনি, জেনে নিন…

Lipi 17 Oct 2021, 2:04 pm

হাইলাইটস

  • 'সাত পাকে বাঁধা পড়েছিলাম, সম্পর্কের মর্যাদা রাখেননি রত্না', এবার পালটা আক্রমণে শোভন চট্টোপাধ্যায়।
  • তাঁর নিশানায় ছিলেন শ্বশুর দুলাল দাসও।
  • তাঁর টাকা তছরুপ করেছেন রত্না ও তাঁর পরিবার, তীব্র আক্রমণ শোভনের।


EiSamay.Com ratna
ফাইল ফটো (ছবি সৌজন্যে ফেসবুক)
এই সময় ডিজিটাল ডেস্ক: 'সাত পাকে বাঁধা পড়েছিলাম, সম্পর্কের মর্যাদা রাখেননি রত্না', এবার পালটা আক্রমণে শোভন চট্টোপাধ্যায়। তাঁর নিশানায় ছিলেন শ্বশুর দুলাল দাসও। তাঁর টাকা তছরুপ করেছেন রত্না ও তাঁর পরিবার, অভিযোগ শোভনের। বিজয়া দশমীর দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়। এরপরেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন রত্না চট্টোপাধ্যায়। ডিভোর্স না হওয়া সত্বেও কীভাবে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরালেন? প্রশ্ন তুলেছেন তিনি। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই পদক্ষেপ অপরাধ, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন রত্না।
যাবতীয় বিতর্ক নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি শোভন চট্টোপাধ্যায়। কিন্তু, এবার রত্নার বিরুদ্ধে সুর চড়ালেন তিনিও। 'এই সময় ডিজিটাল'-কে তিনি বলেন, 'হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশন করা, সাত পাকে বাঁধা পড়া- এই সম্পর্কের যে মর্যাদা রাখতে হয় এবং তাতে যে ধরনের বিশ্বাসযোগ্যতা প্রয়োজন, তার থেকে অনেক দূরে চলে গিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। ম্যাজিস্ট্রেটের কাছে একটা সই করলে আর সাত পাকে বাঁধা পড়লেই একটা বিয়ে হয় না। বিয়ের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা থাকে সেই সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন।'

'বিয়ে নয়, এটাকে ব্যাভিচার বলে', শোভনের সিঁদুর দানের প্রতিক্রিয়ায় শ্বশুর দুলাল
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুরদান প্রসঙ্গে শোভনের মন্তব্য, 'দশমীর দিনের যে ছবি সকলের সামনে এসেছে সেটাই বাস্তব। আমরা পরস্পরের প্রতি সম্মান থেকেই এই পদক্ষেপ গ্রহণ করেছি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যে অপশব্দ রত্না চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন তাঁতে এটা স্পষ্ট যে ওঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখা যায় না। বহুদিন আমরা আলাদা রয়েছি। এক ছাদের তলায় যদি স্বামী-স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকেন বা স্বামী যদি বাইরে থাকেন তাহলে সেই বিবাহ এমনিতেই বাতিল হয়ে যায়। তিনি যে মিথ্যাকে আঁকড়ে ধরে অপপ্রচার করছেন, তার কোনও গ্রহণযোগ্যতা নেই।'

শোভনের সিঁদুরে রাঙা বৈশাখী! 'নির্বাক' মনোজিৎ
পাশাপাশি এদিন শ্বশুর দুলাল দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ' বিয়ের সম্পর্কের আড়ালে আমার বহু টাকা তছরুপ করেছেন রত্না চট্টোপাধ্যায়। এটাও বেআইনি। আজ নয় তো কাল তাঁকে এই অর্থ ফেরত দিতেই হবে।' তাঁর গোডাউন ভাড়া দেওয়ার অর্থ বেআইনিভাবে ভোগ করছেন রত্না ও তাঁর পরিবার, অভিযোগ শোভনের। তাঁর কথায়, 'আমি গোডাউন ব্যবসা থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু, সেক্ষেত্রে একটি ‘ক্লেম সেটেলমেন্ট’ অর্থাৎ নির্দিষ্ট অর্থ আমার পাওনা রয়েছে। যা আমাকে দেওয়া হয়নি। পাশাপাশি জমির মালিকানার দলিল আমার নামে। অথচ সেই জায়গায় গোডাউন ভাড়া দিয়ে যে অর্থ উঠে আসছে তা দুলাল দাস এবং তাঁর পরিবার ভোগ করছেন।' শ্বশুরের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে শোভন বলেন, 'দুলাল দাস কোথা থেকে কীভাবে সম্পত্তি তৈরি করেছেন তা নিয়ে সঠিক সময়ে মুখ খুলব।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল